টিকটক ভিডিও নিয়ে দুই বোনের ঝগড়া, গুলিতে একজন নিহত
টিকটক ভিডিও তৈরি করার সময় কথা কাটাকাটির জেরে এক কিশোরীকে গুলি করে হত্যা করেছে তারই বোন। সম্প্রতি এ ঘটনা ঘটেছে পাকিস্তানের পাঞ্জাবের গুজরাট জেলায়।
টিকটককে ‘অবৈধ’ ও ‘হারাম’ বলে সম্প্রতি ফতোয়া দিয়েছে পাকিস্তানের বিখ্যাত ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া বিন্নুরিয়া। প্রতীকী ছবি
এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ।
এতে বলা হয়, টিকটকের জন্য ভিডিও বানানোর সময় দুই বোন সাবা আফজাল ও মারিয়া আফজালের মধ্যে ঝগড়া হয়। এর এক পর্যায়ে ১৪ বছর বয়সী সাবা আফজাল তার বোনকে গুলি করে হত্যা করে।
এ ঘটনায় ওই কিশোরীর বিরুদ্ধে এরইমধ্যে মামলা হয়েছে।
আরও পড়ুন: টিকটক নিষিদ্ধ করল সেনেগাল
সম্প্রতি টিকটককে বর্তমান যুগের সবচেয়ে বড় প্রলোভন আখ্যা দিয়ে ‘অবৈধ’ ও ‘হারাম’ বলে ফতোয়া দিয়েছে পাকিস্তানের সিন্ধু প্রদেশের রাজধানী করাচির বিখ্যাত ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া বিন্নুরিয়া।
পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম দ্য ডন বলছে, বর্তমান সময়ে তরুণ প্রজন্মের মধ্যে ফিতনার (বিশৃঙ্খলা বা প্রলোভন) ক্রমবর্ধমান ঝুঁকি তৈরি করছে টিকটক। তাই ইসলামি শরিয়া মোতাবেক টিকটকের ব্যবহারকে ‘অবৈধ’ ও ‘হারাম’ বলা হয়েছে।
এ সিদ্ধান্তের পেছনে দশটি কারণ উল্লেখ করে ফতোয়াটি দিয়েছে পাকিস্তানের ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া বিন্নুরিয়া। তার মধ্যে রয়েছে—এই অ্যাপে ছবি এবং ভিডিও প্রদর্শন করা হয়, যা ইসলামি শরিয়া অনুসারে নিষিদ্ধ।
Tag: English News Featured others world
No comments: