নিউ হ্যাম্পশায়ারে জিততে জোর প্রচারণায় ট্রাম্প
যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী বাছাইয়ে লড়ছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে আইওয়া রাজ্যের প্রাইমারিতে বিপুল ভোটে জয়ী হয়েছেন তিনি। এবার নিউ হ্যাম্পশায়ারেও জিততে চান। সেই লক্ষ্যে জোর প্রচারণা চালাচ্ছেন ট্রাম্প।
বুধবার (১৭ জানুয়ারি) নিউইয়র্কের আদালতে একটি মামলার হাজিরা শেষে তীব্র বরফ ও তুষারপাত উপেক্ষা করে নিউ হ্যাম্পশায়ারে প্রচারনা শুরু করেছেন ট্রাম্প। ছবি: সংগৃহীত
নিউ হ্যাম্পশায়ারে দ্বিতীয় পর্বের ভোটগ্রহণ আগামী মঙ্গলবার (২৩ জানুয়ারি)। আইওয়া রাজ্যের ভোটের পর মনোনয়ন দৌঁড় থেকে দুই প্রতিদ্বন্দ্বী সরে যাওয়ায় ট্রাম্পের লড়াই এখন সাউথ ক্যারোলাইনা রাজ্যের সাবেক গভর্নর নিকি হ্যালি ও ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিসের সঙ্গে।
যুক্তরাষ্ট্রজুড়ে এখন তীব্র শীত পড়ছে। সেই তুষার উপেক্ষা করেই প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা।
রিপাবলিকানদের প্রেসিডেন্ট প্রার্থী বাছাই পর্বের শুরুতেই গত সোমবার (১৫ জানুয়ারি) আইওয়া ককাসে অনেকটা দাপটের সঙ্গেই জয় ছিনিয়ে নেন ট্রাম্প। এর ফলে রিপাবলিকান পার্টি থেকে প্রেসিডেন্ট পদে টানা তৃতীয়বারের মতো মনোনয়নের পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন তিনি।
আরও পড়ুন: যৌন নির্যাতন মামলায় অস্বস্তিতে ট্রাম্প
মূলত আইওয়া থেকেই শুরু হয় হোয়াইট হাউস দখলের লড়াই। বলা হয়ে থাকে, আইওয়া ককাসে জয়ী প্রার্থীই প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন পেয়ে থাকেন। যা এরই মধ্যে নিশ্চিত করেছেন ট্রাম্প। এছাড়া জনমত জরিপেও অনেকটা এগিয়ে রয়েছেন তিনি। ট্রাম্পের লাগাম টানতে মরিয়া অন্য প্রতিদ্বন্দ্বীরাও।
আইওয়া রাজ্যের রিপাবলিকান পার্টির প্রাথমিক বাছাইয়ে ট্রাম্প ভোট পেয়েছেন ৫১ শতাংশ। ভোটের খাতায় ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস দ্বিতীয় হয়েছেন। জাতিসংঘে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালি তৃতীয় ও বিবেক রামাস্বামী চতুর্থ হয়েছেন।
অবশ্য সোমবার যুক্তরাষ্ট্রের আইওয়া ককাসের নির্বাচনে ট্রাম্প বিজয়ী হওয়ার পরই প্রার্থিতার দৌড় থেকে সরে গেছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক রামাস্বামী। নির্বাচনে ট্রাম্পকেই সমর্থন ঘোষণা দিয়েছেন তিনি। প্রার্থিতার দৌড় থেকে সরে গেছেন আরকানসের সাবেক গভর্নর এসা হাটচিনসনও।
আরও পড়ুন: ব্লুমবার্গের প্রতিবেদন / ট্রাম্পের সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে শঙ্কায় কেন বিশ্ব!
আগামী সপ্তাহে নিউ হ্যাম্পশায়ারে ভোট। এ রাজ্যেও সহজ জয় পাবেন বলে আশা করছেন ট্রাম্প ও তার সমর্থকরা। সেই লক্ষ্যেই জোর প্রচারণা চালাচ্ছেন তারা।
বুধবার (১৭ জানুয়ারি) নিউইয়র্কের আদালতে একটি মামলার হাজিরা শেষে তীব্র বরফ ও তুষারপাত উপেক্ষা করে নিউ হ্যাম্পশায়ারে প্রচারনা শুরু করেছেন ট্রাম্প।
জয়ে আশাবাদী ডিস্যান্টিস ও হ্যালিও। জয়ী প্রার্থী চলতি বছরের নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট নেতা বর্তমান জো বাইডেনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
Tag: English News Featured others world
No comments: