বোমা মেরে জাদুঘর উড়িয়ে দেয়ার হুমকি, কলকাতায় আতঙ্ক
কলকাতার ভারতীয় জাদুঘর বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয়েছে। শুক্রবার (৫ জানুয়ারি) ভোরে এক ই-মেইলের মাধ্যমে এই হুমকি দেয়া হয় বলে জানিয়েছে পুলিশ।
ই-মেইল পাওয়ার পরই বিষয়টি পুলিশকে জানায় জাদুঘর কর্তৃপক্ষ। (সংগৃহীত ফাইল ছবি)
স্থানীয় পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় ভোর পৌনে ৫টার দিকে ই-মেইলের মাধ্যমে বোমা রাখার হুমকি দেয়া হয়।
ওই ই-মেইল পাওয়ার পরই বিষয়টি পুলিশকে জানায় জাদুঘর কর্তৃপক্ষ। খবর পেয়ে পুলিশ জাদুঘরের ভেতরে তল্লাশি অভিযান শুরু করে। এছাড়া ঘটনাস্থলে ‘বম্ব স্কোয়াড’ পাঠানো হয়।
আরও পড়ুন: ঢাকায় নামতে না পেরে সিলেট ও কলকাতায় গেল ৩ বিমান
বোমা থাকার হুমকি পাওয়ায় জাদুঘর বন্ধ রাখা সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। পরে কয়েক ঘণ্টা জাদুঘরটি বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, তারা বোমা হামলার হুমকি দিয়ে পাঠানো ওই ই-মেইলটিকে ‘প্রতারণা’ বলে সন্দেহ করছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে এরকম কিছু ই-মেইল এসেছে বলে জানানো হয়েছে।
‘টেরোরাইজার ১১১’ নামের একটি সংগঠনের নামে পাঠানো ওই ই-মেইলে দাবি করা হয়, ‘তারা একটি জঙ্গি সংগঠন। কলকাতা জাদুঘরের একাধিক জায়গায় তারা বোমা রেখেছে। সংবাদমাধ্যমে তাদের নাম না দিলে অর্থাৎ তাদের প্রচার-প্রচারণা না চালালে জাদুঘর উড়িয়ে দেয়া হবে।’
আরও পড়ুন: বিশ্বে সবচেয়ে বেশি দূষণ কলকাতায়, ঢাকার অবস্থান কত?
এর আগে, গত বছরের ডিসেম্বরের শুরুর দিকে বোমার হুমকি পাওয়ার পর বেঙ্গালুরুর একটি স্কুল কয়েকদিনের জন্য বন্ধ রাখা হয়। সম্প্রতি, উত্তর প্রদেশের অযোধ্যা রামমন্দিরেও বোমা বিস্ফোরণের হুমকির কথা জানায় ভারতীয় সংবাদমাধ্যম।
Tag: English News lid news others world
No comments: