ব্লগারকে বোমা মেরে উড়িয়ে দেয়ায় রুশ নারীর ২৭ বছরের কারাদণ্ড
একজন যুদ্ধপন্থী সামরিক ব্লগারকে হত্যার দায়ে এক রুশ নারীকে ২৭ বছরের কারাদণ্ড দিয়েছে রাশিয়ার আদালত।বৃহস্পতিবার( ২৫ জানুয়ারি) দারিয়া ত্রিপোভা নামের ওই নারীকে কারাদণ্ড দেন আদালত। খবর বিবিসির।
একজন ব্লগারকে হত্যার দায়ে ২৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। ছবি: সংগৃহীত
দারিয়ার বিরুদ্ধে অভিযোগ, গত বছরের এপ্রিলে ভ্লাদলেন তাতারস্কি নামের এক প্রভাবশালী ব্লগারকে হত্যা করেন ২৬ বছর বয়সী ত্রিপোভা। সেন্ট পিটারসবার্গে একটি ক্যাফেতে বক্তব্য দেয়ার সময় ত্রিপোভা তাতারস্কিকে একটি মূর্তি উপহার দেন। পরে মূর্তিটি বিস্ফোরিত হয়ে মারা যান তাতারস্কি।
তবে দারিয়া হত্যার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, মূর্তিটির ভেতর যে বোমা ছিল তিনি তা জানতেন না। তিনি ভেবেছেন সেটা একটা শ্রবণ ডিভাইস।
আরও পড়ুন:বোমা মেরে জাদুঘর উড়িয়ে দেয়ার হুমকি, কলকাতায় আতঙ্ক
আদালতের রায়ে দারিয়ার বিরুদ্ধে একটি সংঘবদ্ধ চক্রের সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকাসহ অবৈধ বিস্ফোরকদ্রব্য রাখার অভিযোগ আনা হয়। এই ঘটনায় ইউক্রেনকে অভিযুক্ত করেছে রাশিয়ার তদন্ত কর্মকর্তারা। তবে এ ঘটনার সঙ্গে জড়িত থাকা বা না থাকার বিষয়ে কোন কথা বলেনি কিয়েভ।
এদিকে, দারিয়া ত্রিপোভা আদালতে বলেন তিনি একজন ইউক্রেনীয়কে অনুসরণ করেছেন ও তার নির্দেশমত কাজ করেছেন। ওই ব্যক্তির নির্দেশে তিনি প্রথমে তাতারস্কির আস্থা অর্জন করেন এরপর নিজেকে আর্টের শিক্ষার্থী বলে পরিচয় দেন পরে ওই অনুষ্ঠানে হাজির হন।
আরও পড়ুন:রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে গ্যাস টার্মিনালে বিস্ফোরণ
২০২৩ সালের ২ এপ্রিল তাতারস্কির ওপর বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। রাশিয়ার ইতিহাসে কোন নারীকে ২৭ বছর কারাদণ্ড দেয়ার ঘটনা এটাই প্রথম।
No comments: