পরিচালকের সঙ্গে বিচ্ছেদ, বিয়ের আগেই সন্তান অভিনেত্রীর
ব
বলিউড অভিনেত্রী কাল্কি কোয়েচলিন। ফরাসি এই অভিনেত্রী ও লেখক কাজ করেছেন একাধিক হিন্দি সিনেমায়। বিশেষ করে ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবিতে অভিনয় করে দর্শকপ্রিয়তা পান তিনি। অভিনয় দক্ষতার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন কাল্কি। ফিল্মফেয়ার পুরস্কার, দুটি স্ক্রিন পুরস্কারসহ বহু পুরস্কার রয়েছে তার ঝুলিতে।
ফরাসি নাগরিক হওয়া সত্ত্বেও ভারতেই কাটিয়েছেন জীবনের বেশির ভাগ সময়। এমনকি ভালোবেসে বিয়ে করেছিলেন বলিউডের প্রতিষ্ঠিত এক পরিচালককে। যার নাম অনুরাগ কাশ্যপ। বেশ কিছুদিন প্রেমের পর ২০১১ সালে সাত পাকে বাঁধা পড়েন এই জুটি। কিন্তু সেই সংসার টিকেছিল কেবল ৪ বছর।
২০১৫ সালে বিচ্ছেদের পথে হাঁটে এই জুটি। কিন্তু নিজেদের সংসার ভাঙার কারণ নিয়ে দুজনের কেউই সে সময় মুখ খুলেননি। এর বছর খানেক পর আবারও সম্পর্কে জড়ান কাল্কি। ইসরায়েলি যুবক হার্শবার্গকে মন দেন অভিনেত্রী। তাদের সেই সম্পর্ক গড়ায় প্রেমে। ২০২০ সালে একটি কন্যাসন্তানের জন্ম দেন কাল্কি। হার্শবার্গকে বিয়ের আগেই তার সন্তানের মা হন অভিনেত্রী।
এরপর নিজের প্রেমিক ও সন্তানকে নিয়েই সময়গুলো পার করছেন এই তারকা। অভিনয় ও পরিবার দুটোই সমান তালে সামলে চলেন তিনি। যদিও প্রেমিককে বিয়ে নিয়ে এখনও পর্যন্ত কোনো ঘোষণা দেননি এই অভিনেত্রী।
No comments: