ম্যাক্রোঁর সতর্কতা লেবাননে হামলা চালিয়ে তোপের মুখে ইসরাইল
ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সঙ্গে চলমান যুদ্ধের শুরু থেকেই ইসরাইলকে সমর্থন জানালেও, এখন অবস্থান পাল্টাচ্ছে পশ্চিমা দেশগুলো। এরইমধ্যে মঙ্গলবার (২ জানুয়ারি) লেবাননের রাজধানী বৈরুতে ড্রোন হামলা চালিয়ে হামাসের রাজনৈতিক শাখার উপপ্রধান সালেহ আল-আরৌরিসহ চারজনকে হত্যা করেছে ইসরাইল। এরপরই বিশ্বনেতাদের তোপের মুখে পড়েছে নেতানিয়াহু সরকার।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ফাইল ছবি
মঙ্গলবার (২ জানুয়ারি) ইসরাইলি মন্ত্রী ও যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি গান্টজের সঙ্গে ফোনালাপ করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এসময় তিনি ইসরাইল ও হামাসের চলমান যুদ্ধ লেবাননে না ছড়ানোর জন্য গান্টজকে আহ্বান জানান।
আরও পড়ুন: ইসরাইলি সেনাদের ওপর মিসাইল ছুড়ল হিজবুল্লাহ
এছাড়াও ম্যাক্রোঁ তার এই বার্তাটি চলমান যুদ্ধের সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত সব সেনাদের কাছে পৌঁছে দেয়ার আহ্বান জানান।
গত বছরের ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। হামাসের এই হামলার প্রতিবাদে গাজায় প্রায় তিন মাস ধরে হামলা চালাচ্ছে ইসরাইলি সেনারা। ইসরাইল গাজায় হামলা চালানোর পরপরই ফিলিস্তিনের সঙ্গে একাত্মতা জানিয়ে ইসরাইলি সীমান্তে হামলা চালাচ্ছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।
এতে উভয় দেশের একাধিক সেনা হতাহত হয়েছেন। তবে এবার লেবাননে হামলা চালিয়ে হামাস নেতাকে হত্যার জন্য তোপের মুখে পড়েছে খোদ ইসরাইল।
আরও পড়ুন: সুর বদলে যুক্তরাষ্ট্র বলল ‘গাজা ফিলিস্তিনি ভূখণ্ড’
এছাড়াও আরৌরির মৃত্যুর পর ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা স্থগিতের ঘোষণা দিয়েছে হামাস। ফিলিস্তিনি একটি সূত্র আনাদোলু নিউজ এজেন্সিকে জানায়, ‘হামাস ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতি অথবা জিম্মি মুক্তি নিয়ে আলোচনা স্থগিতের সিদ্ধান্ত মধ্যস্থতাকারীদের অবহিত করেছে।’
Tag: English News others world
No comments: