নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ট্রাম্পের সমালোচক ক্রিস্টি
আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নিউ জার্সির সাবেক গভর্নর ও রিপাবলিকান নেতা ক্রিস ক্রিস্টি। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কট্টর সমালোচক হিসেবে পরিচিত তিনি।
নিউ জার্সির সাবেক গভর্নর ও রিপাবলিকান নেতা ক্রিস ক্রিস্টি। ছবি: সংগৃহীত
বুধবার (১০ জানুয়ারি) বিকেলে নিউ হ্যাম্পশায়ারে একটি ইভেন্টে এই ঘোষণা দেন ক্রিস্টি। তবে নিজে সরে গেলেও ডোনাল্ড ট্রাম্পকে পুনরায় আমেরিকার প্রেসিডেন্ট হতে দেবেন না বলে অঙ্গীকারও করেছেন তিনি। খবর সিএনএনের।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে বিশৃঙ্খলা সৃষ্টির হুমকি ট্রাম্পের
ক্রিস্টি বলেন,
আমি নিশ্চিত করছি কোনোভাবেই ডোনাল্ড ট্রাম্পকে আর কখনো আমেরিকার প্রেসিডেন্ট হতে দেব না।
তিনি বলেন,
আজ রাতে আমার কাছে স্পষ্ট হয়ে গেছে যে, আমি নমিনেশন পাবো না। এ কারণে আমি আজ থেকেই আমার ক্যাম্পেইন বন্ধ করে দিচ্ছি।
সাম্প্রতিক জনমত জরিপে দেখা গেছে, নির্বাচনী দৌড়ে বেশ পিছিয়ে রয়েছেন রিপাবলিকান নেতা ক্রিস ক্রিস্টি। এমন পরিস্থিতিতে রিপাবলিকান পার্টির ট্রাম্পবিরোধীদের চাপে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তিনি। রিপাবলিকান পার্টি থেকে ট্রাম্পের বিপক্ষে শক্ত প্রতিদ্বন্দ্বী দাঁড় করাতেই এই পদক্ষেপ।
মার্কিন রাজনীতি বিশ্লেষকদের মতে, ক্রিস্টি সরে যাওয়ায় দক্ষিণ ক্যারোলিনার সাবেক গভর্নর নিকি হ্যালি উপকৃত হতে পারেন, কারণ তিনি নিউ হ্যাম্পশায়ারের বেশ কয়েকটি ভোটে ট্রাম্পের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান অর্জন করেছেন।
আরও পড়ুন: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন /বাইডেনের চেয়ে এগিয়ে ট্রাম্প!
জরিপে দেখা দেখেছে, রিপাবলিকান পার্টি থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদের প্রার্থী প্রতিযোগিতায় ক্রিস্টি না থাকলে ট্রাম্প ৪৬ শতাংশ থেকে ৩২ শতাংশের ব্যবধানে হ্যালিকে নেতৃত্ব দেবেন
Tag: English News lid news others world
No comments: