রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি হামলায় ৬ বেসামরিক নিহত
রাশিয়া ও ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় ৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত বেশ কয়েকজন।
ইউক্রেনের খেরসনে প্রায়শই হামলা চালায় রাশিয়া। ফাইল ছবি
ইউক্রেনের কর্মকর্তাদের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, রোববার (২৪ ডিসেম্বর) কিয়েভের দক্ষিণাঞ্চলের খেরসনে রাশিয়ার গোলা হামলায় পাঁচজন নিহত হন। অন্যদিকে রাশিয়ার উত্তরে হরলিভকা শহরে ইউক্রেনীয় বাহিনী হামলা চালালে নিহত হন এক নারী।
রাশিয়ার হামলায় ৮৭ বছর বয়সী একজন বৃদ্ধ ও তার ৮১ বছরের স্ত্রী মারা গেছেন। খেরসন শহরের একটি আবাসিক ভবনে রাশিয়া হামলা চালালে নিহত হন তারা।
খেরসনের আঞ্চলিক সামরিক প্রশাসনের গণমাধ্যম কার্যালয়ের প্রধান ওলেকজান্দ্রার তলোকন্নিকভ জানিয়েছেন, রাশিয়ার ওই হামলায় আরও ৯ জন গুরুতর আহত হয়েছেন। এ সময় গ্যাস ও পানির লাইনও বিচ্ছিন্ন হয়ে যায়।
আরও পড়ুন: রাশিয়ার তিনটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইউক্রেনের
সামাজিক যোগাযোগমাধ্যমে ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয়ে কর্মকর্তা অ্যান্ড্রি ইয়ারমার্ক বলেন, ‘শত্রুদের ছুটির দিন বলে কিছু নেই’।
গত বছর খেরসনের প্রশাসনিক সেন্টার বন্ধ করার পর থেকে সেখানে বার বার হামলা চালিয়ে আসছে রাশিয়া।
আরও পড়ুন: যুদ্ধে আরও ৫ লাখ সেনা চায় ইউক্রেনীয় বাহিনী
অন্যদিকে, খেরসনের ৬০০ কিলোমিটার উত্তর-পূর্বে রাশিয়ার নিয়ন্ত্রণাধীন হরলিভকা শহরে ইউক্রেনের গোলার আঘাতে এক নারী নিহত হয়েছেন বলে দাবি করেছে রাশিয়া। এ ঘটনায় আহত হয়েছেন ৬ জন। হামলায় একটি শপিং সেন্টার ও বেশ কয়েকটি ভবন বিধ্বস্ত হয়েছে বলেও জানায় মস্কো।
No comments: