নকল’ পুতিনের মুখোমুখি আসল পুতিন!
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি দিয়ে তৈরি নিজের ‘এআই সংস্করণ’ বা প্রতিরূপের মুখোমুখি হয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভিডিও কলে যুক্ত হয়ে এআই দিয়ে তৈরি পুতিনের প্রতিরূপ তাকে কয়েকটি প্রশ্নও জিজ্ঞেস করে। এ সময় কয়েক সেকেন্ডের জন্য ‘বাকরুদ্ধ’ হয়ে ছিলেন পুতিন। পরে যদিও প্রশ্নের জবাব দেন তিনি।
এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বার্ষিক প্রশ্নোত্তর পর্বে এআই দিয়ে তৈরি প্রতিরূপের প্রশ্ন শুনে অবাক হন পুতিন।
রুশ প্রেসিডেন্টের কাছে প্রতিরূপের প্রশ্ন ছিল, ‘হ্যালো ভ্লাদিমির ভ্লাদিমিরোভিচ, আমি সেন্ট পিটার্সবার্গ স্টেট ইউনিভার্সিটির একজন ছাত্র। আমি জিজ্ঞেস করতে চাই, আপনার অনেক প্রতিরূপ আছে, এটি কি সত্যি?’
এমন প্রশ্ন শুনে মস্কোতে পুতিনের সঙ্গে কক্ষে থাকা কর্মকর্তাদের মধ্যে হাসির রোল পড়ে যায়।
আরও পড়ুন: লক্ষ্য অর্জিত হলেই ইউক্রেনে শান্তি আসবে: পুতিন
রুশ প্রেসিডেন্টের কাছে আরও জানতে চাওয়া হয়, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা ও নিউরাল নেটওয়ার্কগুলো আমাদের জীবনে যেসব হুমকি নিয়ে আসছে, সেগুলোকে আপনি কীভাবে দেখছেন?’
এমন প্রশ্ন শুনে কিছুটা দ্বিধায় পড়ে যান পুতিন। পরে তিনি বলেন,
আমি খেয়াল করছি আপনি আমার মতোই এবং আমার কণ্ঠে কথা বলতে পারেন। কিন্তু আমার মতো এবং আমার কণ্ঠে কথা বলতে পারে কেবল একজন ব্যক্তি, আর সেই ব্যক্তি হলাম আমি নিজেই।
জল্পনা রয়েছে স্বাস্থ্যজনিত কারণে রুশ প্রেসিডেন্টের একাধিক প্রতিরূপ তৈরি করা হয়েছে। যেগুলো দেখতে হুবহু পুতিনের মতোই। কিন্তু তা অস্বীকার করে ক্রেমলিন বলছে, পুতিনের স্বাস্থ্য ভালো আছে।
আরও পড়ুন: কারাগার থেকে ‘নিখোঁজ’ পুতিনের সমালোচক নাভালনি
No comments: