Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » » হাতে ছিল সাদা পতাকা, তবুও প্রাণ গেল জিম্মিদের




ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ‘ভুলবশত’ নিজেদের তিন জিম্মিকে হত্যা করেছে ইসরাইলি সেনাবাহিনী। তবে হত্যা করার সময় জিম্মিদের হাতে সাদা পতাকা ছিল। প্রাথমিক তদন্তের বরাত দিয়ে এই তথ্য জানান ইসরাইলের এক সামরিক কর্মকর্তা। খবর বিবিসির। গাজায় ‘ভুলবশত’ নিজেদের তিন জিম্মিকে হত্যা করেছে ইসরাইলি সেনাবাহিনী। ছবি: হোসটেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরাম প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (১৫ ডিসেম্বর) গাজা শহরের পূর্বে শেজাইয়াতে নিহত তিন জিম্মিকে শনাক্ত করেছে ইসরাইলি সামরিক বাহিনী। নিহতদের মধ্যে ইয়োতাম হাইম ও অ্যালন শামরিজকে কিবুতজ কাফার আজা থেকে বন্দি করে নিয়ে যাওয়া হয়। আর সমের আল-তালালকাকে কিবুতজ নির আম থেকে অপহরণ করেছিল ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের যোদ্ধারা। শনিবার (১৬ ডিসেম্বর) ওই সামরিক কর্মকর্তা বলেন, ‘একজন সেনা শুক্রবার শেজাইয়া এলাকায় স্বল্প দূরত্ব থেকে ওই জিম্মিদের বেরিয়ে আসতে দেখেন। তাদের হাতে থাকা একটি লাঠিতে সাদা কাপড় বাঁধা ছিল।’ সাংবাদিকদের ব্রিফিংয়ে এই কর্মকর্তা বলেন, ‘সংশ্লিষ্ট একজন সেনা তাদের (জিম্মি) হুমকি মনে করেন ও গুলি চালান। ওই সেনাসদস্য তাদের সন্ত্রাসী আখ্যা দিলে অন্য সেনারা তখন গুলি চালান। এ ঘটনায় তাৎক্ষণিক দুই জিম্মি নিহত হন। তৃতীয়জন আহত হন। তাকে কাছাকাছি একটি ভবনে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। এ সময় হিব্রু ভাষায় সাহায্য চান তিনি। পরে তিনিও মারা যান।’ আরও পড়ুন: ‘ভুলবশত’ হামাসের হাতে থাকা তিন জিম্মিকে হত্যা করল ইসরাইল এদিকে ইসরাইলি বাহিনীর হাতে তিনজন জিম্মি নিহত হওয়ার ঘটনায় তেল আবিবে প্রতিরক্ষা সদর দফতরের বাইরে বিক্ষোভ করেছে জিম্মিদের পরিবার। জিম্মিদের একজনের বাবা বলেন, ভালো খবর পাবে নাকি খারাপ খবর পাবে প্রতিদিন সেই অপেক্ষা করেছেন। গাজায় বন্দি ইতাইয়ের বারা রুবি চেন বলেন, ইসরাইলের সরকারকে ধরতে হবে এবং জিম্মিদের ফিরিয়ে আনতে হবে। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেন, এ ঘটনার সম্পূর্ণ দায় ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ)। ঘটনাটির তদন্তে পূর্ণ স্বচ্ছতা থাকবে। আরও পড়ুন: ইসরাইলি হামলায় আল জাজিরার সাংবাদিক নিহত, গুরুতর আহত সেই দাহদুহ এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক বিবৃতিতে তিনি ঘটনাটি ‘অসহনীয় ট্র্যাজেডি’ বলে উল্লেখ করেন।তিনি আরও বলেন, ‘ইসরাইলের সব জনগণের পাশাপাশি আমিও আমাদের অপহৃত তিন প্রিয় সন্তানের মৃত্যুতে শোক প্রকাশ করছি। এই কঠিন সময়ে শোকাহত পরিবারগুলোর প্রতি আমার সমবেদনা রইল।’






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply