Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » আর্থিক অনিয়ম জাপানে ৪ মন্ত্রীর পদত্যাগ, চাপে কিশিদা সরকার




আর্থিক অনিয়মের অভিযোগে পদত্যাগ করেছেন জাপানের চার মন্ত্রী। এতে বেকায়দায় পড়েছে দেশটির ক্ষমতাসীন ফুমিও কিশিদা সরকার। চার মন্ত্রীর পদত্যাগে চাপে পড়েছে জাপানের ক্ষমতাসীন ফুমিও কিশিদা সরকার। ছবি: সংগৃহীত পদত্যাগ করা মন্ত্রীরা হলেন—অর্থ ও শিল্পমন্ত্রী ইয়াসুতোশি নিশিমুরা, আন্তর্জাতিকবিষয়ক মন্ত্রী জুনজি সুজুকি, কৃষিমন্ত্রী ইচিরো মিয়াশিতা ও প্রধান মন্ত্রিপরিষদ সচিব হিরোকাজু মাতসুনো। দলীয় তহবিল নিয়ে কেলেঙ্কারির মধ্যে পদত্যাগের এই ঘটনা ঘটলো। তহবিল সংগ্রহের জন্য অনুষ্ঠানের অতিরিক্ত টিকেট বিক্রি করে মন্ত্রীরা সেই টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সরকারের সমালোচনা করেছেন বিরোধীরা। ফলে তোপের মুখেই পদত্যাগ করেন ওই চার মন্ত্রী। অভিযোগ খতিয়ে দেখতে একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটিও গঠন করেছে জাপান সরকার। আরও পড়ুন: টোকিওর গণমাধ্যমের বিশ্লেষণ /চীনকে ঠেকাতে ভারত-জাপানের যৌথ পরিকল্পনার ফসল মাতারবাড়ি জাপানে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় রয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। দলের ৫০ কোটি ইয়েন আত্মসাতের অভিযোগ উঠেছে ওই চার মন্ত্রীর বিরুদ্ধে। এতে এলডিপির জনপ্রিয়তায় ধস নেমেছে। এক জরিপে দেখা গেছে, ২০১২ সালের পর এলডিপির জনপ্রিয়তা ৩০ শতাংশ কমেছে। প্রসিকিউটররা জানিয়েছেন, চলতি সপ্তাহের শেষ দিকে সরকারি কার্যালয়গুলোতে অভিযান চালানো হবে এবং সন্দেহভাজন কয়েকজন আইনপ্রণেতাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এদিকে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার বিশেষ উপদেষ্টা মিচিকো উয়েনোসহ আরও পাঁচ উপ-মন্ত্রীও পদত্যাগ করতে পারেন বলে জানা গেছে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply