ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে ‘ভালো মশা’ উৎপাদনের পরিকল্পনা!
বিশ্বের বহু দেশে এখন এক বড় আতঙ্কের নাম ডেঙ্গু। মশাবাহিত ভাইরাসজনিত এই রোগ মোকাবিলায় এক এক দেশকে দেখা যায় এক এক ধরনের পদক্ষেপ নিতে। সেভাবেই ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে সম্প্রতি ইন্দোনেশিয়ায় নেয়া হয়েছিল ‘ভালো মশা’ উৎপাদনের পরিকল্পনা।
ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে ইন্দোনেশিয়ায় নেয়া হয়েছিল ‘ভালো মশা’ উৎপাদনের পরিকল্পনা। ছবি: সংগৃহীত
সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের বরাত দিয়ে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, কৃত্রিম প্রজনন পদ্ধতিতে এডিস মশার মধ্যে ‘এলবাচিয়া’ নামক এক ধরনের ব্যাকটেরিয়া প্রবেশ করানো হয়। এতে এডিস মশা ডেঙ্গু ভাইরাসের বদলে এমন এক ব্যাকটেরিয়া বহন করবে, যা ডেঙ্গু ভাইরাসের বিরুদ্ধে লড়াই করবে।
প্রতিবেদনে বলা হয়, এরই মধ্যে ২০ কোটি ‘ভালো মশা’ উৎপাদন করা হয়েছে। তবে স্থানীয়দের চাপের মুখে পড়ে এসব মশা লোকালয়ে ছাড়া হয়নি।
যেসব অঞ্চল ডেঙ্গু জ্বরের জন্য ‘রেড জোন’ হিসেবে খ্যাত, সেখানে প্রাথমিকভাবে মশার এই প্রকল্প চালু করার পরিকল্পনা ছিল ইন্দোনেশিয়া সরকারের। এসব এলাকার মধ্যে রয়েছে বালি, সেমারাং, বান্দুং, জাকার্তা এবং কুপাং। চলতি বছরের নভেম্বরের মাঝামাঝি সময়ে এ প্রকল্প চালুর পরিকল্পনা ছিল।
আরও পড়ুন: কিউলেক্স মশা নিধনে খাল ও জলাশয় পরিষ্কার করছে ডিএনসিসি
বেসরকারিক সংগঠন ওয়ার্ল্ড মসকিউটো প্রোগ্রাম (ডাব্লিউএমপি) এ প্রকল্পের উদ্যোগ নিয়েছিল। তবে সমালোচকদের বাধার মুখে সাময়িকভাবে তা স্থগিত রাখা হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, চলতি বছর বিশ্বব্যাপী প্রচুর মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এছাড়া বিশ্বের মোট জনসংখ্যার প্রায় অর্ধেকই ডেঙ্গুর ঝুঁকিতে রয়েছে।
Tag: English News lid news others world
No comments: