লিবিয়া উপকূলে জাহাজডুবি, ৬১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যুর শঙ্কা
লিবিয়া উপকূলে জাহাজডুবির ঘটনা ঘটেছে। এতে ৬১ জন অভিবাসনপ্রত্যাশী মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এই তথ্য জানিয়েছে। খবর বিবিসির।
প্
স্থানীয় সময় শনিবার (১৬ ডিসেম্বর) জাহাজডুবির ঘটনায় জীবিতদের বরাত দিয়ে আইওএম জানিয়েছে, প্রায় ৮৬ জন অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে জাহাজটি লিবিয়ার জুওয়ারা থেকে রওনা দেয়। সাগরের উঁচু ঢেউয়ে জাহাজটি ভেসে যায়।
সেখান থেকে ২৫ জন ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হলেও এখনো শিশুসহ ৬১ জন নিখোঁজ রয়েছেন। আশঙ্কা করা হচ্ছে তারা মারা গেছেন। নিখোঁজ ব্যক্তিদের অধিকাংশই নাইজেরিয়া, গাম্বিয়াসহ আফ্রিকার অন্যান্য দেশের বাসিন্দা।
আরও পড়ুন: লিবিয়া উপকূল থেকে ৫৭ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার
জাতিসংঘের অভিবাসন সংস্থাটি আরও জানিয়েছে, জীবিত ২৫ ব্যক্তিকে লিবিয়ার একটি বন্দিশালায় পাঠানো হয়েছে এবং তাদের সেখানে চিকিৎসা দেয়া হচ্ছে।
আইওএম’র তথ্যানুসারে, চলতি বছর ভূমধ্যসাগর পার হতে গিয়ে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ ডুবে মারা গেছেন।
Tag: English News others world
No comments: