Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » ১২ কোটি টাকায় বিক্রি হলো প্রিন্সেস ডায়ানার পোশাক




সাবেক ব্রিটিশ রাজবধূ প্রিন্সেস ডায়ানার একটি পোশাক প্রত্যাশার চেয়ে ১১ গুণ বেশিতে বিক্রি হয়েছে। কালো রঙের মখমলের তৈরি সান্ধ্য পোশাকটি হলিউডের জুলিয়ানস অকশনসে ১১ লাখ ৪৮ হাজার ৮০ ডলারে বিক্রি হয়েছে। জমকালো পোশাকটি এক লাখ ডলারে বিক্রি হতে পারে বলে ধারণা করা হচ্ছিল। ছবি: সংগৃহীত মঙ্গলবার (১৯ ডিসেম্বর) এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, নিলামে বিক্রি হওয়া ডায়ানার পরিহিত সবচেয়ে দামি পোশাক হিসেবে নতুন রেকর্ড গড়েছে এই ব্যালেরিনা গাউন। জমকালো পোশাকটি এক লাখ ডলারে বিক্রি হতে পারে বলে ধারণা করা হচ্ছিল। প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি প্রিন্সেস ডায়ানার সন্ধ্যাকালীন পরিধান করা একটি পোশাক জুলিয়ানস অকশনসে ১১ লাখ ৪৮ হাজার ৮০ ডলারে বিক্রি হয়, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১২ কোটি ৬০ লাখ টাকা। আরও পড়ুন: প্রিন্সেস ডায়ানার সোয়েটার ১১ লাখ ডলারে বিক্রি প্রিন্সেস ডায়ানার পোশাকটি বেলারিনা স্টাইলের মখমলের তৈরি কালো ও নীল রঙের। কালো রঙের মখমলের জামার মধ্যে সুতার কাজ করা তারার ডিজাইন আছে। আর নীল রঙের স্কার্টের সামনের দিকে একপাশে রয়েছে একটি ফিতাসহ বো। এ পোশাকটি জ্যাক আজাগুরি ফ্যাশন ডিজাইনারের তৈরি। প্রিন্সেস ডায়ানা ১৯৮৫ সালে প্রথম এ পোশাকটি ইতালির ফ্লোরেন্স শহরে প্রিন্স চার্লসের সঙ্গে একটি রাজকীয় অনুষ্ঠানে পরিধান করেছিলেন। এরপর কানাডার ভ্যানকুভারেও তিনি এ একই পোশাকে ছবি তুলতে গিয়েছিলেন বলে জানিয়েছেন জুলিয়ানস অকশন কোম্পানি। আরও পড়ুন: মামলায় হেরে ২ কোটি টাকা ক্ষতিপূরণ দিলো ডেইলি মিরর রয়টার্স জানিয়েছে, বেলারিনা স্টাইলের মখমলের প্রিন্সেস ডায়নার পোশাকটি তার আগের নিলামে উঠা সব পোশাকগুলোর রেকর্ড ভেঙেছে। এর আগে ১৯৯১ সালে ডায়ানার মখমলের গাউনের নিলামে ৬ লাখ ৪ হাজার ৮০০ ডলারে বিক্রি হয়েছিল।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply