সমাবর্তন শেষে আর বাড়ি ফেরা হলো না চিকিৎসকের
সমাবর্তন অনুষ্ঠান থেকে ফেরার পথে সাপের কামড়ে প্রাণ গেল সদ্য এমবিবিএস ডাক্তার হওয়া এক তরুণের। ভারতের তুমাকুরুর শ্রী সিদ্ধার্থ মেডিকেল কলেজে সমাবর্তন অনুষ্ঠান শেষে ঘরে ফেরার পথে তাকে সাপে কামড়ায়। ২১ বছর বয়সী ওই চিকিৎসকের নাম অদিত বালাকৃষ্ণান।
অদিত বালাকৃষ্ণান কেরালার ত্রিশুরের বাসিন্দা। সিদ্ধার্থ একাডেমি অব হায়ার এডুকেশনের ছাত্র ছিলেন তিনি। ছবি: সংগৃহীত
শুক্রবার (১ ডিসেম্বর) টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সিদ্ধার্থ মেডিকেল কলেজটি বেঙ্গালুরু থেকে ৮০ কিলোমিটার দূরে অবস্থিত। গত বুধবার (২৯ নভেম্বর) কলেজে সমাবর্তন অনুষ্ঠান থেকে ফেরার পথে রাত ১১টার অদিতকে সাপে কামড়ায়।
আরও পড়ুন: বেঙ্গালুরুর ৪৪ স্কুলে বোমা হামলার হুমকি, চারদিকে আতঙ্ক
পরে দ্রুত তাকে নিকটবর্তী হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়। ময়নাতদন্তে তার শরীরে সাপের কামড়ের চিহ্ন এবং রক্তে উচ্চ মাত্রার বিষ পাওয়া গেছে।
অদিত কেরালার ত্রিশুরের বাসিন্দা। সিদ্ধার্থ একাডেমি অব হায়ার এডুকেশনের ছাত্র ছিলেন তিনি।
আরও পড়ুন: বেঁচে ফেরা ছেলের ফোন, ‘মা তুমি ভালো আছ? দুশ্চিন্তা করো না’
পুলিশ জানায়, ঘটনার সময় তার সঙ্গে তার মা এবং অন্যান্য আত্মীয়রা ছিলেন। তারা কেউ প্রথমে বুঝতে পারেননি যে অদিতকে সাপে কামড়েছে। বাড়িতে পৌঁছানোর পরে অদিতের শরীরে প্রতিক্রিয়া শুরু হয়।
No comments: