Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » কপ-২৮ সম্মেলন নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর আহ্বান জাতিসংঘ মহাসচিবের




কপ-২৮ সম্মেলন নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর আহ্বান জাতিসংঘ মহাসচিবের

কপ-২৮ শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিনে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধে গুরুত্বারোপ করেছেন বক্তারা। পৃথিবীকে বাঁচাতে এখনই নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় করণীয় ঠিক করতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে জড়ো হয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। জলবায়ু বিষয়ক কপ-২৮ শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিন শুক্রবার (১ ডিসেম্বর) জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের ওপর গুরুত্বারোপ করেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ও ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। মূল অনুষ্ঠানে শীর্ষ নেতারা বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনে গ্রহণযোগ্য পদক্ষেপের বিষয়ে বক্তব্য রাখেন। এ সময় পৃথিবীকে বাঁচাতে এখনই নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর আহ্বান জানান জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেন, অবশ্যই জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করে বৈশ্বিক গড় তাপমাত্রা ১ দশমিক ৫ ডিগ্রির মধ্যে রাখতে হবে। তিনি আরও বলেন, ‘প্যারিস অ্যাগ্রিমেন্টের লক্ষ্য থেকে আমরা এখনো অনেক পিছিয়ে। এটির মূল লক্ষ্য ছিল বৈশ্বিক উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ধরে রাখা। আপনি কিংবা আমি এই পৃথিবীর বিপর্যয় প্রতিরোধ করতে পারি।’ আরও পড়ুন: কপ-৩৩ আয়োজনের প্রস্তাব মোদির উদ্বোধনী ভাষণে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস বিশ্ব নেতাদের জলবায়ু পরিবর্তনের ঝুঁকিগুলো আর বেশি দূরে নয় বলে সতর্ক করেন। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় এখনই পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি। ব্রিটিশ রাজা বলেন, পৃথিবী আমাদের নয়, আমরা পৃথিবীর অন্তর্গত। আমাদের নিজেদের বেঁচে থাকার ক্ষমতা বিপন্ন হবে যদি না আমরা প্রকৃতির অর্থনীতি পুনরুদ্ধার করি। এছাড়া সম্মেলনে ভাষণ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্যা সিলভাসহ আরও অনেকে।নরেন্দ্র মোদি তার ভাষণে ২০২৮ সালের কপ-৩৩ আয়োজন ভারতে করার প্রস্তাব দেন। এছাড়া বিশ্বের সব নেতাদের জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান। আরও পড়ুন: জলবায়ু সম্মেলনের প্রথম দিনেই ৪২৪ মিলিয়ন ডলার তহবিলের প্রতিশ্রুতি নরেন্দ্র মোদি বলেন, ‘ভারত জলবায়ু পরিবর্তন প্রক্রিয়ার জন্য জাতিসংঘের ফ্রেমওয়ার্কের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। সেই কারণে এই পর্যায় থেকে আমি ২০২৮ সালে ভারতে কপ-৩৩ শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তাব করছি।’ বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে শুরু হয়েছে জাতিসংঘের জলবায়ু বিষয়ক শীর্ষ সম্মেলন কনফারেন্স অব দ্য পার্টিজ বা কপ- ২৮। ১৩ দিনব্যাপী চলা এ সম্মেলনে অংশ নেবে বিশ্বের ২০০টি দেশের প্রায় ৭০ হাজার অতিথি।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply