Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » » ডিমের দাম বাড়ায় ক্ষমা চাইলেন পুতিন




ডিমের অস্বাভাবিক দাম বাড়ায় ক্ষমা চাইলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বার্ষিক সমাপনী সংবাদ সম্মেলনে বক্তব্য দানকালে ক্ষমা চান তিনি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত বার্ষিক সমাপনী সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের পাশাপাশি রাশিয়ার সাধারণ মানুষের সঙ্গেও কথা বলেন রুশ প্রেসিডেন্ট। সম্মেলনে প্রশ্ন-উত্তর পর্বে পেনশনভোগী এক নারী ইরিনা আকোপোভা ডিমের দামের অস্বাভাবিক দাম সম্পর্কে জানতে চান। এসময় ইরিনা তার রান্নাঘরে টেবিলের ওপর বসে ভিডিওর মাধ্যমে পুতিনের সঙ্গে যুক্ত হন। ইরিনা ডিম ও মুরগীর মাংসের আকাশচুম্বী দাম সম্পর্কে পুতিনের কাছে অভিযোগ করেন। তিনি বলেন, ভ্লাদিমির পুতিন, পেনশনভোগীদের ওপর দয়া করুন। পেনশন থেকে আমরা লাখ লাখ টাকা পাই না। এর কারণ খুঁজে বের করুন। আমাদের আর কোন জায়গা নেই বলার মত। আমি আপনাকেই বলছি, আমাদের সাহায্য করুন। আরও পড়ুন:‘নকল’ পুতিনের মুখোমুখি আসল পুতিন! এই প্রশ্নের মধ্য থেকে রাশিয়ার জীবনযাত্রার ব্যয় সম্পর্কে উদ্বেগ ফুটে উঠেছে। ইরিনার অভিযোগের জবাবে পুতিন বলেন, আমি এ জন্য ক্ষমা চাইছি। এটা সরকারের সম্মিলিত ভুল। আমি কথা দিচ্ছি ভবিষ্যতে এমন ভুল আর হবে না। এই প্রশ্ন-উত্তর পর্বটির মধ্যদিয়ে রাশিয়ার সাধারণ মানুষের দুর্দশার চিত্র পুতিনের সামনে ফুটে উঠেছে। মানুষের প্রতি সহমর্মিতা দেখানোর সুযোগও পেয়েছেন তিনি। চলতি সপ্তায় রাশিয়ান সরকার ঘোষণা দেয়, আগামী বছরের শুরুতে ১ দশমিক ২ বিলিয়ন ডিমের আমদানি খরচ কমাবে এবং ডিমের দাম সহনীয় মাত্রায় রাখবে। এদিকে রাশিয়ার ইরিনার মত একই পরিস্থিতিতে ছিলেন বাংলাদেশের মানুষও। গত কয়েক মাসে নিত্য প্রয়োজনীয় এই পণ্যটির মূল্য অস্বাভাবিক বেড়েছিল। আরও পড়ুন:লক্ষ্য অর্জিত হলেই ইউক্রেনে শান্তি আসবে: পুতিন এতে বিপাকে পড়েন দেশের সাধারণ মধ্যবিত্ত থেকে শুরু করে সব শ্রেণীর মানুষ। বিশ্ববাজারে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের দামের সঙ্গে দেশের বাজারে একই পণ্যের দামে বড় রকমের পার্থক্য দেখা যাচ্ছে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply