Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » যেকোনো সময় ভেঙে পড়তে পারে ইতালির ‘হেলানো টাওয়ার’




যেকোনো সময় ধসে পড়তে পারে ‘হেলানো টাওয়ার’ খ্যাত ইতালির বোলোনিয়ার গারিজেন্দা টাওয়ার। এমনটাই আশঙ্কা করছে শহর কর্তৃপক্ষ। ফলে পুরো এলাকাজুড়ে সতর্কতা জারি করা হয়েছে। বন্ধ করে দেয়া হয়েছে টাওয়ার এলাকায় মানুষের প্রবেশ। গত প্রায় এক হাজার বছর ধরে ৪ ডিগ্রি হেলে রয়েছে গারিজেন্দা টাওয়ার। ছবি: সংগৃহীত এছাড়া পূর্ব সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে টাওয়ারটির চারপাশে পাঁচ মিটার (১৬ ফুট) উঁচু দেয়াল নির্মাণ শুরু করেছে কর্তৃপক্ষ। যাতে এটি ধসে পড়লে এর ধ্বংসাবশেষ আশপাশে ছড়িয়ে পড়া বা বড় কোনো ক্ষতি এড়ানো যায়। বোলোনিয়া শহরে অবস্থিত মধ্যযুগের দুটি সুউচ্চ টাওয়ারের একটি গারিজেন্দা টাওয়ার। এর উচ্চতা ১৫৪ ফুট (৪৭ মিটার)। অন্যটি হলো আজিনেল্লি টাওয়ার যা টাওয়ার অব পিসা বলেও পরিচিত। এর উচ্চতা গারিজেন্দা টাওয়ারের প্রায় দ্বিগুণ। এটিও হেলে রয়েছে। আরও পড়ুন: প্যারিসে পর্যটকদের ওপর ছুরি হামলা, নিহত ১ টাওয়ার দুটি ১১০৯ ও ১১১৯ সালের মধ্যে নির্মিত। এর আগে একবার হেলে পড়ায় ১৪ শতকে গারিজেন্দা টাওয়ারের উচ্চতা কমিয়ে আনা হয়। ইতালির বিখ্যাত কবি দান্তের দ্য ডিভাইন কমেডি কবিতাতে টাওয়ারটির কথা উল্লেখ রয়েছে। টাওয়ারটি বরাবরই পর্যটকদের কাছে অন্যতম প্রিয় গন্তব্য। গত প্রায় এক হাজার বছর ধরে ৪ ডিগ্রি হেলে রয়েছে এই টাওয়ারটি। সম্প্রতি গারিজেন্দা টাওয়ার আরও কিছুটা হেলে পড়ে। ফলে গত অক্টোবর সেখানে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করে দেয়া হয়। এবার এটি পুরোপুরি বন্ধ করে দেয়া হলো। আরও পড়ুন: ‘ইহুদিবিদ্বেষ’র অভিযোগ তুলে ইউরোপজুড়ে লেখক-শিল্পীদের কণ্ঠরোধের চেষ্টা শহর কর্তৃপক্ষ টাওয়ারটি সংরক্ষণের জন্য পদক্ষেপ নিয়েছে। তারা জানিয়েছে, টাওয়ারের চারপাশে দেয়াল নির্মাণ করা হচ্ছে। এ দেয়ালের কারণে টাওয়ারটি ধসে পড়লে এর ধ্বংসাবশেষগুলো বাইরে ছড়িয়ে পড়বে না।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply