ইসরাইলের বিরুদ্ধে আইসিসিতে মামলা করবেন আল জাজিরার সাংবাদিকের ছেলে
ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) মামলা করার পরিকল্পনা করছে গাজায় নিহত আল জাজিরা আরবির সাংবাদিকের পরিবার। শুক্রবার (১৫ ডিসেম্বর) রাতে আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন নিহত সাংবাদিক সামের আবুদাকার ছেলে ইয়াজান আবুদাকা।
শুক্রবার (১৫ ডিসেম্বর) রাতে আল জাজিরাকে সাক্ষাৎকার দেন নিহত সাংবাদিক সামের আবুদাকার ছেলে ইয়াজান আবুদাকা। ছবি: সংগৃহীত
আল জাজিরা জানিয়েছে, শুক্রবার (১৫ ডিসেম্বর) দক্ষিণ গাজার খান ইউনুস এলাকায় আল জাজিরার ক্যামেরাপারসন আবুদাকাকে নিয়ে সেখানকার ফারহানা স্কুল থেকে ইসরাইলি হামলার সংবাদ প্রচার করছিলেন দাহদুহ। সেখানে ব্যাপক বোমা হামলা চালায় ইসরাইলি সেনাবাহিনী। এতে গুরুতর আহত হন সামের।
তবে,বোমা হামলা অব্যাহত থাকায় ঘটনার পরপরই উদ্ধারকারীরা আহত সামের কাছে পৌঁছাতে পারেননি। এতে একপর্যায়ে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। আর বাহুতে আঘাত পাওয়া দাহদুহ কোনোমতে সেখানকার নাসের হাসপাতালে পৌঁছাতে সক্ষম হন। সেখানে তাকে চিকিৎসা দেয়া হয়েছে।
বেলজিয়াম থেকে এক সাক্ষাৎকারে ইয়াজান আবুদাকা আল জাজিরাকে বলেন, ‘আমার বাবার অধিকার দাবি করার জন্য আইসিসিতে ইসরাইলের বিরুদ্ধে মামলা করবো। এতে আমার আপনাদের সমর্থন প্রয়োজন।’
আরও পড়ুন: ইসরাইলি হামলায় আল জাজিরার সাংবাদিক নিহত, গুরুতর আহত সেই দাহদুহ
ইয়াজান আরও বলেন, ‘আমার বাবা সাংবাদিক হিসেবে তার কাজ করছিলেন। বিশ্বের কাছে বার্তা পৌঁছে দিচ্ছিলেন। ইসরাইলি বাহিনী ইচ্ছাকৃতভাবে বাবার ওপর হামলা চালিয়েছে।’
তিনি বলেন, ‘আমার বাবা যোদ্ধা ছিলেন না। তাহলে তার দোষ কী? তিনি কোনো ক্ষেপণাস্ত্র বহন করছিলেন না; তিনি তার ক্যামেরা দিয়ে বিশ্ববাসীকে দেখাচ্ছিলেন দখলদার ইহুদিরা গাজায় কী করছে।’
সামের আবুদাকার ছেলে আরও বলেন, ‘বাবা মারা যাওয়ার একদিন আগে আমার তার সঙ্গে ফোনে কথা হয়। তিনি আমাকে নিজের ও আমার ভাইবোনের খেয়াল রাখতে বলেছেন।’
আরও পড়ুন: ‘ভুলবশত’ হামাসের হাতে থাকা তিন জিম্মিকে হত্যা করল ইসরাইল
সামের আবুদাকার নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছে সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন দ্য ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্ট (আইএফজে)। নিন্দা জানিয়ে এক এক্স বার্তায় সংস্থাটি গাজায় সাংবাদিকদের নিরাপত্তা প্রদানের দাবি পুনর্ব্যক্ত করে।
Tag: English News Featured others world
No comments: