দক্ষিণ গাজায় সবচেয়ে প্রাণঘাতী বোমা ফেলল ইসরাইল
দক্ষিণ গাজায় সবচেয়ে বড় ও ধ্বংসাত্মক বোমা হামলা চালিয়েছিল ইসরাইল। আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে উঠে এসেছে এমন খবর।
ইসরাইলের সবচেয়ে বড় বোমা হামলায় ধ্বংসস্তুপ পরিণত গাজা। ছবি: সংগৃহীত
প্রতিবেদনে বলা হয়, গাজা যুদ্ধের প্রথম ছয় সপ্তায় উপত্যকার দক্ষিণের এলাকাগুলোতে বেসামরিক নাগরিকদের ওপর প্রায় ২ হাজার পাউন্ড ওজনের বোমা ফেলে ইসরাইল। এতে দক্ষিণ গাজা প্রায় ধ্বংসস্তুপে পরিণত হয়। যদিও এ এলাকা বেসামরিকদের জন্য সুরক্ষিত বলে আগে থেকেই ঘোষণা করা হয়েছিল।
আরও পড়ুন:হামাসের সংকল্প ক্ষেপণাস্ত্রের চেয়েও শক্তিশালী
গোলাবারুদ বিশেষজ্ঞর মতে, ইসরাইলের ওই বোমা এতটাই বিধ্বংসী ও প্রাণঘাতী যে, যুক্তরাষ্ট্রও কখনও বেসামরিক নাগরিকদের ওপর এমন হামলা চালাতে চাইবে না। এ বিষয়ে ইসরাইলের সেনাবাহিনীকে প্রশ্ন করা হলে তিনি দ্য নিউ ইয়র্ক টাইমসকে জানান, হামাসকে গুঁড়িয়ে দেয়াই ছিল ইসরাইলের লক্ষ্য। এজন্য তারা এত বড় বোমা হামলা চালিয়েছে দক্ষিণ গাজার মানুষদের ওপর।
আরও পড়ুন: ইসরাইলি হামলায় গুরুতর আহত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক
এদিকে জাবালিয়া শহরের পুরাতন গাজা সড়কে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক আল- বুরুশের পরিবারকে লক্ষ্য করে চালানো হামলায় তার পরিবারের অন্তত ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫০ জন। এ ঘটনায় আল-বুরুশ গুরুতর আহত হয়েছেন। এ সময় তিনি তার বোনের বাসায় আশ্রয় নিয়েছিলেন। সেখানেই বোমা হামলা চালায় ইসরাইল। এ ঘটনায় বুরুশের মেয়েও মারা গেছেন।
No comments: