খোঁজ মিলছে না রুশ বাহিনীতে যোগ দেয়া শত নেপালির
ইউক্রেনের সঙ্গে যুদ্ধ করতে রুশ সেনাবাহিনীতে যোগ দেয়া ১০০ নেপালির খোঁজ মিলছে না। এছাড়াও চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নেপালের সাত নাগরিক নিহত হয়েছেন বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী নারায়ণ প্রকাশ সৌদ। খবর এনডিটিভির।
নেপালের পররাষ্ট্রমন্ত্রী নারায়ণ প্রাকাশ সৌদ। ফাইল ছবি
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) নেপালের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিভিন্ন সময় রুশ সেনাবাহিনীতে যোগ দেয়া নেপালিদের মধ্যে ১০০ জন নিখোঁজ রয়েছেন। আর আহত হয়েছেন আরও অনেকেই। এ বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়েও অভিযোগ করা হয়েছে।
নেপালের জাতীয় বার্তা সংস্থাকে সৌদ বলেন, বিভিন্ন সময়ে আনুমানিক প্রায় দুশর বেশি নেপালি রাশিয়া গেছেন। শ্রমিক বা স্টুডেন্ট ভিসায় রাশিয়ায় গিয়ে তারা সেনাবাহিনীতে যোগ দিয়েছেন।
তিনি আরও বলেন, হয়তো বা এর চেয়েও বেশি নেপালি রুশ সেনাবাহিনীতে যোগ দিয়েছেন।
আরও পড়ুন: রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি হামলায় ৬ বেসামরিক নিহত
পররাষ্ট্রমন্ত্রী বলেন, নেপালি নিখোঁজ হওয়ার ঘটনা নিয়ে আলাপ করার জন্য রুশ রাষ্ট্রদূতকে নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডাকা হয়েছে।
এছাড়াও অন্তত চার নেপালি ইউক্রেনের যুদ্ধবন্দি (পিওডব্লিউ) অবস্থায় আছেন বলে জাননি তিনি। তবে বন্দিদের মুক্ত করতে ইউক্রেন সরকারের সঙ্গে তারা যোগাযোগ করেছেন।
Tag: English News lid news others world
No comments: