ভারি বৃষ্টি-বজ্রঝড়ের কবলে মক্কা, হলুদ সতর্কতা জারি
বজ্রঝড়ের সঙ্গে ভারি বৃষ্টির কবলে পড়েছে সৌদি আরবের পবিত্র নগরী মক্কা। এতে অনেক সড়ক পানির নিচে তলিয়ে গেছে। এমন পরিস্থিতিতে মক্কাসহ দেশটির বিভিন্ন স্থানে সতর্কতা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
ভারি বৃষ্টি ও বজ্রঝড়ে সৌদি আরবের পবিত্র নগরী মক্কার অনেক সড়ক পানির নিচে তলিয়ে গেছে। ছবি: সংগৃহীত
সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম) জানিয়েছে, রোববার (১০ ডিসেম্বর) সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারি বৃষ্টি ও বজ্রঝড় হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দেশের বিভিন্ন স্থানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
সোমবার (১১ ডিসেম্বর) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, ভয়াবহ এই ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের মধ্যেও মক্কায় পবিত্র কাবার আশপাশে মুসল্লিদের ধর্মীয় নিয়ম মেনে ইবাদত পালন করতে দেখা গেছে।
আরও পড়ুন: মক্কার ক্লক টাওয়ারে বজ্রপাত (ভিডিও)
দুর্যোগপূর্ণ পরিস্থিতির বেশকিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
এতে দেখা যায়, ভারি বৃষ্টিপাতের কারণে মক্কার সড়কগুলো তলিয়ে গেছে। কিছুক্ষণ পরপরই বজ্রপাত হচ্ছে। এর মধ্যেই ইবাদত চালিয়ে যাচ্ছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
No comments: