Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » ফিফার নিষেধাজ্ঞার মুখে ব্রাজিলের ফুটবল!




ব্রাজিল ফুটবল দল। ছবি : এএফপি মাঠের ফুটবলে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের। এমন কঠিন সময়ে কি না আরও বড় দুঃসংবাদ পেল সেলেসাওরা। আদালতের রায়ে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) প্রধান এদনালদো রদ্রিগেসকে সরানোর পরিপ্রেক্ষিতে বোর্ডকে সতর্ক করে চিঠি দিয়েছে ফিফা। গত বছরের নির্বাচনে বিজয়ী হয়ে সিবিএফের প্রেসিডেন্ট পদে দায়িত্ব নেন রদ্রিগেস। তবে ওই নির্বাচনে অনিয়মের অভিযোগে গত ৭ ডিসেম্বর রদ্রিগেসকে ছাঁটাইয়ের নির্দেশ দেয় রিও দি জেনেরোর আদালত। একইসঙ্গে তার নিয়োগ দেওয়া অন্য কর্মকর্তাদেরও বহিষ্কার করা হয়। সেই সঙ্গে ব্রাজিলের সর্বোচ্চ ক্রীড়া সংস্থার প্রধান জোসে পের্দিসকে অন্তর্বর্তীকালীন প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং তার অধীনে আগামী ৩০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথাও রায়ে বলা হয়। ওই রায়ের বিরুদ্ধে আপিল করেছিলেন রদ্রিগেস; কিন্তু সেখানেও আগের আদালতের রায় বহাল রাখা হয়েছে। এরপরই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে ফিফা। এ বিষয়ে বিবৃতি প্রকাশ করে ব্রাজিলের ফুটবল ফেডারেশনকে হুঁশিয়ার করে দিয়েছে সংস্থাটি। ব্রাজিলের সংবাদমাধ্যম ও গ্লোবো জানিয়েছে, আগামী বছর জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে ফিফার কমিশন দল সিবিএফ পরিদর্শনে যাবে। সিবিএফ নিষিদ্ধ হলে তার ফল ব্রাজিলের জাতীয় দল এবং ক্লাবগুলোকেও ভোগ করতে হবে বলে বিবৃতিতে উল্লেখ করেছে ফিফা ও কনমেবল। এ বিবৃতিতে সিবিএফকে উভয় সংস্থা (ফিফা ও কনমেবল) আবারও মনে করিয়ে দিয়েছে, ফিফার নিয়ম অনুযায়ী বোর্ডে বাইরের হস্তক্ষেপ অগ্রহণযোগ্য এবং সভাপতির পদ শূন্য হলে বয়োজ্যেষ্ঠ পরিচালক ওই দায়িত্ব নেবেন। ফিফা ও কনমবেল কঠোরভাবে জানায়, কমিশন পাঠানোর আগ পর্যন্ত সিবিএফ এবং সেখানে নির্বাচন সম্পর্কিত কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। এদিকে, আদালতের রায় অনুযায়ী আগামী ৭ জানুয়ারির মধ্যেই পদত্যাগ করতে হবে এদনালদোকে। এ বিষয়টি মাথায় রেখে ৮ জানুয়ারি একটি বিশেষ বৈঠক আয়োজনের কথা জানিয়েছে ফিফা ও কনমেবল। অর্থাৎ, তাদের সিদ্ধান্ত অমান্য করলেও তাৎক্ষণিক শাস্তি পাবে সিবিএফ।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply