ইরানে পুলিশ স্টেশনে ভয়াবহ হামলা, নিহত ১১
ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি পুলিশ স্টেশনে হামলা চালিয়ে ১১ জন পুলিশ কর্মকর্তাকে হত্যা করেছে বিদ্রোহী বালুচ যোদ্ধারা। এ হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
ইরানের সীমান্তবর্তী প্রদেশ সিস্তান-বেলুচিস্তানের রাস্ক শহরের পুলিশ স্টেশনে হামলা চালিয়েছে বালুচ যোদ্ধারা। ছবি: সংগৃহীত
স্থানীয় সময় শুক্রবার (১৫ ডিসেম্বর) রাতে দেশটির সীমান্তবর্তী প্রদেশ সিস্তান-বেলুচিস্তানের রাস্ক শহরে হামলার এ ঘটনা ঘটে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বিষয়টি নিশ্চিত করে সিস্তান ও বেলুচিস্তানে প্রদেশের ডেপুটি গভর্নর আলি রেজা মারহেমতি বলেন, ‘তেহরানের দক্ষিণপূর্বাঞ্চল থেকে ১৪০০ কিলোমিটার দূরে অবস্থিত রাস্ক শহরে বিদ্রোহী বেলুচ যোদ্ধাদের গুলিতে একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা ও সেনারা নিহত হয়েছেন।’
তিনি বলেন, পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে বেশ কয়েকজন হামলাকারীও নিহত হয়েছেন। তবে তাদের সংখ্যা জানাননি তিনি।
আরও পড়ুন: পশ্চিমাদের বুড়ো আঙুল দেখিয়ে মহাকাশে ইরানের ‘বায়ো-স্পেস ক্যাপসুল’
এই হামলার জন্য দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের প্রকাশিত প্রতিবেদনে জইশ আল-আদল নামক একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে দায়ী করা হয়েছে। এর আগে ওই গোষ্ঠী একটি বাসে আত্মঘাতী বোমা হামলা চালিয়ে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর ২৭ সদস্যকে হত্যা করেছে।
ইরানের সিস্তান-বেলুচিস্তান শিয়া মুসলিম অধ্যুষিত। অন্যদিকে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের অধিকাংশ মানুষই সুন্নি মুসলিম। গত কয়েক বছর ধরে এই দুই অঞ্চলের সীমান্তবর্তী এলাকায় ঘন ঘন সাম্প্রদায়িক সংঘাত হচ্ছে। এছাড়া দুই দেশের অস্ত্র ও মাদক সরবরাহকারীদের কাছেও রুট হিসেবে সিস্তান-বেলুচিস্তান ও বেলুচিস্তানের সীমান্তপথ বেশ জনপ্রিয়।
আরও পড়ুন: ইসরাইলি সেনাবাহিনীকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণার আহ্বান ইরানের প্রেসিডেন্টের
জইশ আল আদিলের দাবি, বেলুচিস্তানের জনগণের স্বাধীকার ও জীবনমান উন্নয়নের জন্য সংগ্রাম করছে তারা। গত কয়েক বছরে সিস্তান বেলুচিস্তানে বেশ কয়েকটি হামলা চালিয়েছে গোষ্ঠীটি।
Tag: English News lid news others world
No comments: