Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » ইতালি রেসিডেন্স পারমিট নবায়নে সময় লাগছে দুই বছর, ভোগান্তি চরমে




ইতালি রেসিডেন্স পারমিট নবায়নে সময় লাগছে দুই বছর, ভোগান্তি চরমে ইতালি প্রবাসীদের দুঃস্বপ্ন হয়ে উঠেছে দেশটিতে বসবাসের অনুমতি বা রেসিডেন্স পারমিট

ের নবায়ন। এক সময় তিন থেকে সর্বোচ্চ ছয় মাস সময় লাগলেও এখন লাগছে ১২ থেকে ২৪ মাস পর্যন্ত। তাই চরম ভোগান্তির শিকার দেশটিতে বসবাসরত সব বিদেশিদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও। ইতালি বসবাসে বিদেশিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো একটি রেসিডেন্সি পারমিট। ছবি: সংগৃহীত ইতালিতে বৈধভাবে বসবাস করতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ কস্তোরা বা ইমেগ্রেশন পুলিশ অফিস থেকে দেয়া হয় ইলেকট্রনিক স্টে পারমিট। যা এক, দুই বা দশ বছর পর্যন্ত মেয়াদী হয়ে থাকে। কিন্তু প্রতিটি স্টে পারমিট যথারীতি মেয়াদ শেষে নিয়ম মেনে করতে হয় নবায়ন। এখন স্টে পারমিট নবায়ন করতে সময় লাগছে ১২ থেকে ২৪ মাস পর্যন্ত। কিন্তু করোনাকালীন সময়ের পূর্বে পারমিট নবায়ন করতে সময় লাগতো সর্বোচ্চ তিন থেকে ছয় মাস পর্যন্ত। বর্তমানে ‘পারমের্সো দি সৌজন্য’ বা স্টে পারমিট নবায়নের দীর্ঘ সূত্রিতায় সকল বিদেশিদের সঙ্গে হতাশ প্রবাসী বাংলাদেশিরাও। তাদের দাবি এই সমস্যার দ্রুত সমাধানে সরকার যেন ব্যবস্থা গ্রহণ করা হয়। আরও পড়ুন: ইতালিতে শুরু হচ্ছে স্পন্সর ভিসার ‘ক্লিক ডে’ ইতালি বসবাসে বিদেশিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো একটি রেসিডেন্সি পারমিট। বৈধভাবে বসবাস, কর্মসংস্থান ও নিজ দেশে যাতায়াত করতে তা অত্যাবশ্যক। মেয়াদ উত্তীর্ণ হওয়ার তিন মাস পূর্বে পোষ্ট অফিস থেকে স্থানীয় কস্তোরা বা ইমেগ্রেশন পুলিশ অফিস বরাবর নবায়নের জন্য রেজিস্ট্রি আবেদন পাঠানো হলো নিয়ম। তারপর ফিংগার প্রিন্ট প্রদান ও নতুন ছবি সংযুক্ত করে এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে পূর্বে মাত্র তিন থেকে ছয় মাসে স্টে পারমিট নবায়ন হলেও তা এখন সম্পূর্ণ করতে লাগছে ১২ থেকে ২৪ মাস পর্যন্ত। আরও পড়ুন: ইসলাম ধর্ম নিয়ে ইতালির প্রধানমন্ত্রীর বিতর্কিত মন্তব্য পারমেশো দি সৌজন্য বা স্টে পারমিট নবায়ন প্রবাস জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই বিষয়ে কমিউনিটির গুরুত্বপূর্ণ ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সমগ্র ইতালির লোকাল কস্তোরা বা ইমেগ্রেশন পুলিশ অফিসের দৃষ্টি আকর্ষণ জরুরি বলে মনে করেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। পশ্চিম ইউরোপের শিল্প সমৃদ্ধ স্বপ্নের দেশ ইতালি। দেশটিতে প্রায় ৫৩ লাখ বিদেশির বসবাস, যার মধ্যে প্রায় আড়াই লাখ বাংলাদেশি।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply