ইতালিতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ
ইতালির উত্তরাঞ্চলে দুই ট্রেনের মাঝে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (১০ ডিসেম্বর) রাতে দেশটির বোলোগনা ও রিমিনি শহরের মধ্যকার রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
ইতালির উত্তরাঞ্চলে দুই ট্রেনের মাঝে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। ছবি: সংগৃহীত
বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, মুখোমুখি সংঘর্ষ হলেও গতি কম থাকায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এতে ১৭ জন যাত্রী সামান্য আহত হয়েছেন।
স্থানীয় ফায়ার সার্ভিস জানিয়েছে, এদিন ফেনজা ও ফোর্লি এলাকার মাঝামাঝি জায়গায় একটি উচ্চগতির ট্রেন এবং একটি আঞ্চলিক ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অন্তত ১৭ জন আহত হয়েছেন।
আরও পড়ুন: যেকোনো সময় ভেঙে পড়তে পারে ইতালির ‘হেলানো টাওয়ার’
জাতীয় ট্রেন অপারেটর ট্রেনইটালিয়ার এক মুখপাত্র এএফপিকে জানিয়েছেন, আহতরা ‘সামান্য আঘাত’ পেয়েছেন। এটি খুবই কম গতির সংঘর্ষ ছিল। ঘটনার তদন্ত চলছে।
ফায়ার সার্ভিস প্রকাশিত ছবিতে দেখা যায়, মুখোমুখি সংঘর্ষে উচ্চগতির ট্রেনের মাথা দুমড়ে-মুচড়ে গেলেও আঞ্চলিক ট্রেনটি ‘অক্ষত’ রয়েছে।
Tag: English News lid news others world
No comments: