Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » রাখাইনে জান্তা বাহিনীর নির্বিচার হামলার মুখে দিগ্বিদিক পালাচ্ছে মানুষ




মিয়ানমারের রাখাইন রাজ্যের প্রাচীনতম রাজধানী ম্রাউক-উতে জান্তা বাহিনীর নির্বিচার বোমা হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন পাঁচ বছর বয়সী একটি মেয়ে। তীব্র হামলার মুখে ম্রাউক উ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন হাজার হাজার মানুষ। জান্তা সরকারের হামলায় ম্রাউক উ শহর ছাড়ছেন গ্রামবাসী। ছবি: সংগৃহীত রোববার (২৪ ডিসেম্বর) ভোরে জান্তা সরকারের একটি ঘাঁটি ও পুলিশ স্টেশনে হামলা চালায় বিদ্রোহী আরাকান আর্মি। সেই হামলার পর থেকে রাখাইনের সাতশ বছরের পুরনো ম্রাউক-উ বিমান হামলা চালাচ্ছে জান্তা বাহিনী। সোমবার (২৫ ডিসেম্ব) ম্রাউক-উর গ্রামবাসীদের বরাত দিয়ে দ্য ইরাবতী জানায়, জান্তার হামলায় এ ঘটনায় তিনজন নিহত ও পাঁচ বছরের একটি মেয়ে গুরুতর আহত হয়েছে। মেয়েটির একটি হাত উড়ে গেছে। নিহত তিনজনের দুজনই ছোট্ট মেয়েটির বাবা-মা। আরও পড়ুন:ইকোনমিস্টের প্রতিবেদন / মিয়ানমারের গৃহযুদ্ধে চীনের সমর্থন বিরোধী পক্ষে? প্রতিবেদনে বলা হয়েছে, জান্তা বাহিনীর হামলা থেকে বাঁচার জন্য যখন তারা একটি নিরাপদ স্থানের দিকে ছুটছিল তখন তাদের মোটরবাইকটির ওপর বোমা আঘাত হানে। এতে আরও একজন নিহত হয়। হামলায় ম্রাউক-উ শহরের ছয়টি আবাসিক এলাকা বিধ্বস্ত হয়েছে। এর মধ্যে একটি শরনার্থী শিবির ও ম্রাউক-উ প্রত্নতাত্ত্বিক যাদুঘর। যাতে আরাকান শাসনামলের পুরনো শিল্পকর্ম ও শিলালিপি রয়েছে যাদুঘরটিতে। আরও পড়ুন: বিদ্রোহীদের দখলে রাখাইন রাজ্য প্রত্যক্ষদর্শীরা বলেন, কেউ যাদুঘরে প্রবেশের সাহস পায়নি। কারণ সেখানে বোমা বিস্ফোরণের ভয় ছিল। তাছাড়া তখনও শেল ছুঁড়ছিল মিয়ানমার’। ম্রাউক-উ স্বেচ্ছাসেবক দল ও গ্রামবাসীর মতে, জান্তা বাহিনীর লাইট ইনফ্যান্ট্রি ডিভিশন ৫৪০, ৩৭৭ ও ৩৭৮ এই হামলা চালিয়েছে। ম্রাউক-উ শহরের ‘সিন চা সিয়েক’ গ্রামের কাছে শেল বিস্ফোরণের কারণে সোমবার মাতাসুয়েং ক্যাম্পের প্রায় ১ হাজার ২০০ মানুষ অন্য জায়গায় সরে গেছে






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply