কপ-৩৩ আয়োজনের প্রস্তাব মোদির
আগামী ২০২৮ সালে ভারতে কপ-৩৩ সম্মেলন আয়োজনের প্রস্তাব দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১ ডিসেম্বর) জলবায়ু বিষয়ক জাতিসংঘের শীর্ষ সম্মেলন কপ (কনফারেন্স অব দ্য পার্টিজ)-এর ২৮তম আসরে ভারতের প্রধানমন্ত্রী এই প্রস্তাব দেন।
২০২৮ সালে কপ-৩৩ এর আয়োজক হওয়ার প্রস্তাব দিয়েছে ভারত। ছবি: সংগৃহীত
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের এক্সপ্রো সিটিতে জাতিসংঘের বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-২৮ শুরু হয়।
এক প্রতিবেদনে হিন্দুস্তান টাইম জানিয়েছে, শুক্রবার ‘ওয়ার্ল্ড ক্লাইমেট অ্যাকশন সামিট’-এর উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেন ভারতের প্রধানমন্ত্রী।
সেখানে নরেন্দ্র মোদি বলেন, ‘ভারত জলবায়ু পরিবর্তন প্রক্রিয়ার জন্য জাতিসংঘের ফ্রেমওয়ার্কের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। সেই কারণে এই পর্যায় থেকে আমি ২০২৮ সালে ভারতে কপ-৩৩ শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তাব করছি।’
আরও পড়ুন: জলবায়ু পরিবর্তনে বিশ্বের অবস্থান, বাংলাদেশ কী পেতে পারে?
বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বসেছে জলবায়ু বিষয়ক জাতিসংঘের শীর্ষ সম্মেলন কপ (কনফারেন্স অব দ্য পার্টিজ)-এর ২৮তম আসর। আলোচনা চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত।
দুবাইয়ের সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিশেষ সম্মান প্রদান করে আনুষ্ঠানিক উদ্বোধনে বিশেষ বক্তব্য দেয়ার সম্মান দেয়া হয়েছে। এই মঞ্চ থেকেই আগামী দিনে জলবায়ু সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে।
আরও পড়ুন: জলবায়ু সম্মেলনের প্রথম দিনেই ৪২৪ মিলিয়ন ডলার তহবিলের প্রতিশ্রুতি
সম্প্রতি জি২০ শীর্ষ সম্মেলনের সফল আয়োজন করেছে ভারত। সম্মেলনে একাধিক দেশের রাষ্ট্রনেতাদের উপস্থিতি ছিল প্রশংসনীয়। এই সম্মেলনের সফল আয়োজনের পর এবার ভারত জলবায়ু নিয়ে শীর্ষ সম্মেলন আয়োজন করার প্রস্তাব দিল।
এর আগে বৃহস্পতিবার রাতে দুবাই পৌঁছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুবাই পৌঁছে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে দেয়া এক পোস্টেতিনি লেখেন, ‘কপ-২৮ শীর্ষ সম্মেলনে যোগ দিতে দুবাই এসেছি। সুন্দর পৃথিবী গড়ার লক্ষ্যে হওয়া বৈঠকের জন্য অপেক্ষা করছি।’
Tag: English News others world
No comments: