তফসিল চ্যালেঞ্জের রিট দুরভিসন্ধিমূলক: অ্যাটর্নি জেনারেল
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল চ্যালেঞ্জ করে রিট করা দুরভিসন্ধিমূলক বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আবু মোহাম্মদ (এএম) আমিন উদ্দিন।
তফসিল চ্যালেঞ্জ করে রিট করা দুরভিসন্ধিমূলক বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আবু মোহাম্মদ (এএম) আমিন উদ্দিন। ফাইল ছবি
সোমবার (১১ ডিসেম্বর) রিটটি খারিজ হওয়ার পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
অ্যাটর্নি জেনারেল বলেন, নির্বাচনকে ব্যাহত করার জন্যই রিটকারীর এই অপচেষ্টা।
আরও পড়ুন: সংসদ নির্বাচন /তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ
সংসদ বহাল রেখে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। ফলে খারিজ হয়েছে তফসিলের বৈধতা চ্যালেঞ্জের রিট।
বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এ রায় দেন।
রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট বলেন, বর্তমানে জনস্বার্থে যারা রিট করেন, তারা বেশিরভাগই ব্যক্তিস্বার্থে কিংবা নিজের প্রচারণার জন্য করে থাকেন। ফলে প্রকৃত জনস্বার্থ মামলাগুলো আদালতে আসে না।
আরও পড়ুন: গ্রেফতার নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন বাস্তবতা বিবর্জিত: অ্যাটর্নি জেনারেল
এসময় আদালত আরও বলেন, জনস্বার্থে রিটকরা আইনজীবীদের সংবিধান ও সুপ্রিম কোর্টের রায় সম্পর্কে আরও বিস্তর ধারণা রাখতে হবে।
আদালতে রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এএম) আমিন উদ্দিন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ (এসকে) মোরশেদ, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায় ও সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ সাইফুল আলম।
অন্যদিকে, নির্বাচন কমিশনের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ। রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. ইউনুছ আলী আকন্দ।
গত ১৫ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জাতির উদ্দেশে দেয়া ভাষণে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি ভোট অনুষ্ঠিত হবে। এই তফসিলের বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ ২৯ নভেম্বর রিট করেন।
Tag: English News lid news national
No comments: