আচরণবিধি লঙ্ঘনের দায়ে বাহার ও শম্ভুকে অর্থদণ্ড
আ ক ম বাহাউদ্দিন বাহার ও ধীরেন্দ্র দেবনাথ শম্ভু্। ফাইল ছবি
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে কুমিল্লা-৬ আসনের নৌকা প্রতীকের প্রার্থী আ ক ম বাহাউদ্দিন বাহারকে এক লাখ টাকা জরিমানা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ ছাড়া বরগুনা-১ আসনে নৌকা প্রতীকের প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকেও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার (২৭ ডিসেম্বর) শুনানি শেষে তাদের এই অর্থদণ্ড করা হয়।
ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আগামী তিন দিনের মধ্যে ট্রেজারি চালানোর মাধ্যমে রিটার্নিং কর্মকর্তাকে জরিমানার অর্থ বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রিটানিং কর্মকর্তা বিষয়টি পরে ইসিকে জানাবে
Tag: English News lid news national
No comments: