গাজায় ‘অপরাধ’ ভূমধ্যসাগর বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি ইরানের
যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ফিলিস্তিনের গাজায় ‘অপরাধ’ বন্ধ না করলে ভূমধ্যসাগর বন্ধ করে দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান।
গাজায় ‘অপরাধ’ বন্ধ না হলে ভূমধ্যসাগর ‘বন্ধ’ করে দেয়ার হুমকি দিয়েছে ইরান। ফাইল ছবি
শনিবার (২৩ ডিসেম্বর) ইরানের বিপ্লবী গার্ডের একজন কর্মকর্তা এ হুঁশিয়ারি দেন। তবে কীভাবে ভূমধ্যসাগর বন্ধ করা হবে, সে বিষয়ে কিছু বলেনি তেহরান। খবর রয়টার্সের।
ইরানের বিপ্লবী গার্ডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা নাকদি বলেন,
শিগগিরই ভূমধ্যসাগর, জিব্রাল্টার প্রণালী এবং অন্যান্য জলপথ বন্ধ করে দেয়া হবে।
উল্লেখ্য, ইরানসমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা গত কয়েক মাস ধরে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজগুলোর ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। এতে বেশ কয়েকটি জাহাজ তাদের পথ পরিবর্তন করতে বাধ্য হয়। এরপরই কয়েকটি দেশকে নিয়ে ‘বিশেষ টাস্কফোর্স’ গঠন করে ওয়াশিংটন।
আরও পড়ুন: এবার লোহিত সাগরে ভারতগামী জাহাজে ড্রোন হামলা
এর আগে, গাজায় ইসরাইলের হামলা বন্ধ না হলে লোহিত সাগরে হুতিদের হামলা বন্ধ হবে না বলে সাফ জানিয়ে দেয় ইয়েমেন। আর হুতিদের এসব হামলার পেছনে ইরান গভীরভাবে জড়িত বলে অভিযোগ করে যুক্তরাষ্ট্র।
গত ৭ অক্টোবরের পর থেকে ইসরাইলি বাহিনীর টানা হামলায় গাজায় নিহতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে গেছে। যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।
No comments: