কোনো আসনের প্রার্থী প্রত্যাহার করবে না জাপা: চুন্নু
ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোট নিয়ে নয় কৌশল নিয়ে আলোচনা হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, একটি সিটের প্রার্থীও তারা প্রত্যাহার করবে না।
বনানীতে চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি মুজিবুল হক চুন্নু। ছবি : সময় সংবাদ
শনিবার (১৬ ডিসেম্বর) দুপুরে বনানীতে চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিংয়ে এসব কথা বলেন চুন্নু।
নির্বাচন থেকে বিরত থাকতে দলের চেয়ারম্যান জিএম কাদেরকে হুমকি দেয়া হয়েছে অভিযোগ করে মহাসচিব বলেন, এ ঘটনায় বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) উত্তরা পশ্চিম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
আরও পড়ুন: রওশন এরশাদের পদটি দলে অলংকারিক: চুন্নু
নিজেও অনেকবার হুমকি পেয়েছেন জানিয়ে চুন্নু বলেন,
আমার ফোনেও অনেক হুমকি আসে। আই ডোন্ট কেয়ার, কিন্তু জিডি করার প্রয়োজন বোধ করিনি। আমি মুক্তিযুদ্ধ করেছি। এ ভয়ে ভীত না।
ক্ষমতাসীন দলের সঙ্গে শুধু একটি নির্দিষ্ট বিষয়ে আলোচনা হয়নি জানিয়ে জাপা মহাসচিব বলেন, চরম বিরোধী দল হলেও অনেক সময় আসনের জন্য ছাড় দেয়া হয়। সম্মানের জায়গা থেকে। তেমনিভাবে ছাড় চাওয়া হচ্ছে। আসন থেকে প্রার্থী প্রত্যাহারের সব কৌশল তো সামনে আনা যায় না। তবে আগামীকাল আরও তথ্য খোলাসা করা হবে।
আরও পড়ুন: জিএম কাদেরের সঙ্গে জোট না করার অনুরোধ রাঙ্গার
আওয়ামী লীগরে সঙ্গে ২৬টি আসনে সমঝোতার বিষয়ে প্রশ্ন করা হলে চুন্নু বলেন, যে সাংবাদিক সংখ্যাটা উল্লেখ করেছেন তার থেকে নিশ্চয়ই আমি সংখ্যাটা বেশি জানব। কিন্তু সেটা তো না। গতকালকের মিটিংয়ের সময় ভেতরে তো কোনো সাংবাদিক ছিলেন না। তবে আগামীকাল আরও তথ্য খোলাসা করা হবে।
Tag: English News lid news national
No comments: