গাজায় ‘টেকসই’ যুদ্ধবিরতির আহ্বান যুক্তরাজ্য ও জার্মানির
ফিলিস্তিনের গাজায় ‘টেকসই যুদ্ধবিরতির’ আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য ও জার্মানি। শনিবার (১৬ ডিসেম্বর) দেশ দুটির পক্ষ থেকে এ আহ্বান জানানো হয়।
গাজায় টেকসই যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন ও জার্মান পররাষ্ট্রমন্ত্রী অ্যানালেনা বেয়ারবক। ছবি: সংগৃহীত
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন ও জার্মান পররাষ্ট্রমন্ত্রী অ্যানালেনা বেয়ারবক বলেছেন, গাজায় একটি টেকসই যুদ্ধবিরতি জরুরি প্রয়োজন।
দুই পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যের সানডে টাইমস পত্রিকায় একটি যৌথ নিবন্ধে লিখেছেন। নিবন্ধে তারা বলেছেন, এই সংঘাতে অনেক বেসামরিক মানুষ নিহত হয়েছেন। হামাসের বিরুদ্ধে অভিযান দ্রুত, কিন্তু টেকসইভাবে শেষ করার জন্য ইসরাইলের ওপর চাপ বেড়েছে।
ক্যামেরন ও বেয়ারবক লিখেছেন, একটি টেকসই যুদ্ধবিরতির পথ প্রশস্ত করার জন্য তাদের যথাসাধ্য কাজ করতে হবে, যা একটি টেকসই শান্তি নিয়ে আসবে। বিষয়টি যত তাড়াতাড়ি তা হয়, ততই ভালো। প্রয়োজনটা জরুরি।
আরও পড়ুন: গাজা ইস্যুতে আলোচনার টেবিলে ফিরছে ইসরাইল-কাতার
দুই পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা বিশ্বাস করেন না যে কোনোভাবে স্থায়ী হবে ভেবে এখনই একটি সাধারণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানানোটাই সামনে অগ্রসর হওয়ার উপায়।
ক্যামেরন ও বেয়ারবক আরও বলেন, ইসরাইলের আত্মরক্ষার অধিকার আছে, কিন্তু তা করতে হলে তাদের অবশ্যই আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে।
তারা বলেন, ফিলিস্তিনিদের সঙ্গে যদি শান্তিপূর্ণ সহাবস্থানের সম্ভাবনাকে ধ্বংস করে দেয় তবে ইসরাইল এই যুদ্ধে কখনই জিততে পারবে না।
আরও পড়ুন: গাজায় যুদ্ধবিরতির আহ্বান তিন দেশের
গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে গত মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাতে জাতিসংঘের সাধারণ পরিষদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় একটি প্রস্তাব পাস হয়। তবে এই ভোটাভুটিতে অনুপস্থিত ছিল যুক্তরাজ্য।
গাজা যুদ্ধ নিয়ে ইসরাইলের তার মিত্রদের কাছ থেকেই ক্রমবর্ধমান চাপের মুখে পড়ছে। হামাসের ৭ অক্টোবরের হামলার জবাবে গাজায় ইসরাইলি বোমা হামলাকে ‘নির্বিচার’ বলে সমালোচনা করছে ইসরাইলের প্রধান সমর্থক যুক্তরাষ্ট্র।
Tag: English News lid news others world
No comments: