বৈঠককালে সহকর্মীদের ওপর গ্রেনেড ছুড়লেন ইউক্রেনের কাউন্সিলর
বৈঠককালে নিজ সহকর্মীদের ওপর গ্রেনেড ছুড়েছেন এক কাউন্সিলর। ঘটনাটি ঘটেছে ইউক্রেনে। এতে অন্তত ১ জন নিহত হয়েছেন। ওই কাউন্সিলরসহ আহত হয়েছেন ২৬ জন।
ইউক্রেনের পশ্চিমাঞ্চলের কেরেতস্কি গ্রাম কাউন্সিল অফিসে গ্রেনেডের বিস্ফোরণ ঘটান এক কাউন্সিলর। ছবি: সংগৃহীত
বিবিসির প্রতিবেদন মতে, শুক্রবার (১৫ ডিসেম্বর) ইউক্রেনের পশ্চিমাঞ্চলের কেরেতস্কি গ্রাম কাউন্সিল অফিসে এ ঘটনা ঘটে। সকালে অফিসে বৈঠক চলছিল।
এ সময় সহকর্মীদের সঙ্গে কিছু একটা নিয়ে এক কাউন্সিলরের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে কক্ষের মেঝেয়ে তিনটি গ্রেনেডে বিস্ফোরণ ঘটান ওই কাউন্সিলর।
আরও পড়ুন: মৃত্যুর আগেই নিজের দাফন পরিকল্পনা পোপ ফ্রান্সিসের
এ ঘটনায় অন্তত ২৬ জন আহত হন। এর মধ্যে ছয়জনের অবস্থা বেশ গুরুতর বলে খবরে বলা হয়েছে। সহকর্মীদের ওপর কাউন্সিলরের গ্রেনেড হামলার একটি ভিডিও ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামে প্রকাশ করেছে ইউক্রেনের পুলিশ। তাতে দেখা যাচ্ছে, কালো পোশাক পরিহিত এক কাউন্সিলর কক্ষে প্রবেশ করছেন।
এরপর শুরু হয় বাকবিতণ্ডা। এর এক পর্যায়ে নিজের পকেট থেকে তিনটি গ্রেনেড বের করেন ওই কাউন্সিলর। তাকে গ্রেনেড বের করতে দেখেই তার সহকর্মীরা ভয়ে আর্তনাদ করে ওঠেন।
আরও পড়ুন: ইউক্রেনের সদস্যপদ নিয়ে আলোচনায় রাজি ইইউ
এর মধ্যেই সেফটি পিন খুলে সেগুলো মাটিতে ফেলে দেন। মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে গ্রেনেডগুলো বিস্ফোরিত হয়। পুলিশ জানিয়েছে, গ্রেনেড বিস্ফোরিত হয়ে ২৬ জন আহত হয়েছেন। ছয়জনের অবস্থা খুবই গুরুতর।’ বর্তমানে তাদেকে চিকিৎসা দেয়া হচ্ছে।
Tag: English News lid news others world
No comments: