যুদ্ধে ঠেলে দিয়ে ইউক্রেনের পাশে নেই যুক্তরাষ্ট্র!
রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের শুরু থেকেই ইউক্রেনকে সমর্থনের পাশাপাশি সব ধরনের সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। তবে সেই যুদ্ধের প্রায় দুই বছর পর এসে মার্কিন প্রশাসনের মুখে এখন ভিন্ন সুর। তারা বলছে, ইউক্রেনকে সহায়তা করার জন্য প্রয়োজনীয় অর্থ এবং সময় কোনোটাই নেই যুক্তরাষ্ট্রের।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ফাইল ছবি
এমন পরিস্থিতিতে মার্কিন কংগ্রেস যদি অতিরিক্ত তহবিল সরবরাহের জন্য বিল পাস না করে, তাহলে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের লড়াই করা কঠিন হয়ে যাবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। খবর গার্ডিয়ানের।
সম্প্রতি ইউক্রেনের জন্য অতিরিক্ত তহবিল সরবরাহের আহ্বান জানিয়ে মার্কিন কংগ্রেসে একটি চিঠি পাঠিয়েছে হোয়াইট হাউস। এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সরকার এরই মধ্যে ইউক্রেনকে প্রায় ১১১ বিলিয়ন ডলার সমপরিমাণ সামরিক সহায়তা দিয়েছে।
আরও পড়ুন: ইউক্রেনে খারাপ খবরের জন্য ন্যাটোকে প্রস্তুত থাকতে বললেন স্টলটেনবার্গ
মার্কিন প্রশাসনের বাজেট ও ব্যবস্থাপনাবিষয়ক বিভাগের পরিচালক শ্যালান্ডা ইয়ং বলেছেন,
আমি স্পষ্ট করে বলতে চাই, কংগ্রেসের পদক্ষেপ ছাড়া চলতি বছরের শেষ নাগাদ ইউক্রেনের জন্য আরও অস্ত্র ও সরঞ্জাম সংগ্রহ এবং মার্কিন সামরিক ভান্ডার থেকে সরঞ্জাম সরবরাহ করার জন্য আমাদের সামর্থ্য শেষ হয়ে যাবে।
গত অক্টোবরে ইউক্রেনকে সহায়তা দেয়ার জন্য কংগ্রেসের কাছে আরও ১০০ বিলিয়ন ডলার অতিরিক্ত তহবিল পাসের অনুরোধ জানিয়েছিল হোয়াইট হাউস।
কিন্তু ডেমোক্র্যাট ও রিপাবলিকান পার্টির মধ্যকার মতানৈক্য এবং স্পিকারের পদ নিয়ে অস্থিরতার কারণে বিষয়টি চাপা পড়ে যায়।
Tag: English News lid news others world
No comments: