অবৈধ অস্ত্র উদ্ধারে নির্দেশ দিতে পারে ইসি: স্বরাষ্ট্রমন্ত্রী
নির্বাচনকালীন সময়ে দেশে অধিকতর শান্তির পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন কমিশন বৈধ অস্ত্র জমা দেয়া এবং অবৈধ অস্ত্র উদ্ধারের নির্দেশ দিতে পারে। এটি আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর চলমান প্রক্রিয়া বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বাংলাদেশকে ভারতের স্বীকৃতির ৫২ বছর উদযাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নে এ কথা জানান তিনি। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদানের কথা তুলে ধরেন বক্তারা।
পরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শীর্ষ সন্ত্রাসীদের বেশিরভাগকেই আটক করা হয়েছে। আর বাকিরা আত্মগোপনে বা বিদেশে পালিয়ে আছে। প্রয়োজনে বিদেশ থেকেও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীকে দেশে আনার ব্যাপারে সচেষ্ট আইনশৃঙ্খলা বাহিনী।
Tag: English News lid news national
No comments: