কুমিরের পেট থেকে বের হলো জীবন্ত মানুষ
কুমিরের পেট থেকে অক্ষত অবস্থায় জীবন্ত মানুষ বের হয়ে আসা চমকে যাওয়ার মতোই ঘটনা। সম্প্রতি এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যা বেশ অবাক করেছে নেটিজেনদের।
রোবট কুমির নামের ওই ভিডিওতে এরই মধ্যে প্রায় সাত লাখ লাইক পড়েছে। ছবি: ভিডিও থেকে নেয়া
ভিডিওতে দেখা যায়, একটি কুমির শুয়ে আছে আর তার পেছনে লেজ ধরে বসে আছে একজন মানুষ। এমন সময় কুমিরের মুখ থেকে হাত বের করছেন একজন, পরে তাকে কুমিরের পেট থেকে টেনে বের করে আনেন আরেকজন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, ভিডিওটি সত্যি, তবে এতে থাকা কুমিরটি খেলনা ও প্লাস্টিকের। ভিডিওটি ভালো করে দেখলে কুমিরটিকে রোবট মনে হবে।
আরও পড়ুন: স্কুটারে চড়ে প্যারাগ্লাইডিং, ভিডিও ভাইরাল
ভিডিওটি সোশ্যাল মিডিয়া সাইট ইনস্টাগ্রামে পোস্ট করা হয়েছিল। ভিডিওটি দেখার সময় প্রত্যেকেরই মনে হয়েছে, তারা কুমিরের ভয়ংকর আক্রমণ প্রত্যক্ষ করছেন। কিন্তু একটু ভালো করে দেখলেই বোঝা যায়, রক্তখেকো এই প্রাণী মূলত রোবট।
Tag: English News Featured others world
No comments: