৭০ বছর বয়সে যমজ সন্তানের মা হলেন তিনি
উগান্ডায় ৭০ বছর বয়সে যমজ সন্তানের মা হয়েছেন সাফিনা নামুকাওয়া নামের এক নারী। অস্ত্রোপচারের মাধ্যমে এক মেয়ে ও এক ছেলের মা হয়েছেন তিনি।
৭০ বছর বয়সে যমজ সন্তানের মা হয়েছেন সাফিনা নামুকাওয়া। ছবি: সংগৃহীত
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, কাম্পালার একটি হাসপাতালে যমজ সন্তানের জন্ম দেন সাফিনা। শিশুদের বর্তমানে ইনকিউবেটরে রাখা হলেও তারা ঝুঁকিমুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
প্রতিবেদনে বলা হয়, এই বয়সে সন্তান গর্ভধারণ ছিল সাফিনার জন্য বড় ঝুঁকির। কিন্তু ‘ইন ভিট্রো ফার্টিলাইজেশন (আইভিএফ)’ চিকিৎসা পদ্ধতিতে ৭০ বছর বয়সে মা হয়েছেন তিনি।
এ বিষয়ে সাফিনা বলেছেন, ‘তরুণ বয়সে গর্ভধারণ করতে পারিনি। যাদের লালন-পালন করেছি, তারা কেউ আমার নিজের সন্তান না। ওরা বড় হওয়ার পর আমি একা হয়ে যাই। সন্তান জন্মদানের তীব্র আকাঙ্ক্ষা থেকেই বৃদ্ধ বয়সেও আগ্রহী হই। এটা অলৌকিক ঘটনা।’
আরও পড়ুন: বিরল দুই জোড়া যমজ শিশুর জন্ম দিলেন মার্কিন নারী
নিঃসন্তান হওয়ায় তাকে নিয়ে অনেকে উপহাস করত এবং এই বয়সে সন্তান নেয়া কঠিন ছিল উল্লেখ করে তিনি আরও বলেন, ‘গর্ভধারণের পর পুরো সময়টা আমার শরীরে কোনো শক্তি ছিল না। কোনো কাজ করতে পারতাম না। আমাকে সাহায্য করার মতোও কেউ পাশে ছিল না।’
এ বিষয়ে সাফিনার চিকিৎসক বলেছেন, ‘এই বয়সে কোনো নারীর ডিম্বাশয়ে ডিম্বাণু অবশিষ্ট থাকে না। এক্ষেত্রে আমরা ডোনার খুঁজে বের করি ডিম্বাণুর জন্য। সাফিনার শারীরিক পরিস্থিতি বিবেচনা করেই তাকে পুরো চিকিৎসা প্রক্রিয়ার মধ্যে আনা হয়।’
Tag: English News others world
No comments: