Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » মুজিবনগর সীমান্তে বিজিবির সফল অভিযানে লক্ষ লক্ষ টাকার ভারতীয় থ্রীপিস সহ চোরাকারবারী বুদুমিয়া আটক।




মুজিবনগর সীমান্তে বিজিবির সফল অভিযানে লক্ষ লক্ষ টাকার ভারতীয় থ্রীপিস সহ চোরাকারবারী বুদুমিয়া আটক।

শনিবার মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার ভারতীয় সীমান্তবর্তী গ্রাম ভবেরপাড়া -নাজিরাকোনা সীমান্ত গ্রামের রাস্তা ও মুজিবনগর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের রাস্তার সন্নিকটে মুজিবনগর বিওপি বিজিবির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সফল অভিযান চালিয়ে ১১৪ পিস ভারতীয় থ্রীপিস সহ বুদু মিয়া (২৬) নামের এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। আটককৃত বুদু মিয়া মুজিবনগর উপজেলার দারিয়াপুরের খানপুর পাড়ার বিসারত ইসলামের ছেলে। উদ্ধারকৃত ভারতীয় থ্রি পিস এর আনুমানিক বাজার মূল্য ৭ লক্ষ ৫৪ হাজার টাকা। এ ব্যাপারে শনিবার রাতে মুজিবনগর থানার অফিসার ইনচার্জ মেহেদী রাসেল জানান, মুজিবনগর বিওপি, ডি কোম্পানী, ৬ বিজিবি, চুয়াডাঙ্গার হাবিলদার মোঃ জাহাঙ্গীর আলম সংগীয় ফোর্স সহ গোপন সূত্রে খবর পেয়ে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেইন গেটের সামনে পাঁকা রাস্তার উপর সীমান্তের মেইন পিলার ১০৬/৪ হতে ২ কিলোমিটার দূরে একজন ব্যক্তিকে একটি পাখিভ্যান চালিয়ে বড় প্লাস্টিকের বস্তুা ভর্তি মালামাল নিয়ে মেহেরপুরের দিকে যাইতে দেখে সন্দেহ হওয়ায় তাকে থামার সংকেত দিলে উক্ত ব্যক্তি পোশাক পরিহিত বিজিবি দেখে পালানোর সময় তাকে পাখি ভ্যানে থাকা আলামত সহ বুদু মিয়াকে আটক করে রাতে পুলিশে সোপর্দ করে বিজিবির মুজিবনগর বিওপির সদস্যরা। এসময় তার কাছ থেকে ১১৪ পিস ভারতীয় থ্রীপিস, একটি মাইক ও একটি ডিজিটাল মিটার উদ্ধার করে বিজিবি। হাবিলদার মোঃ জাহাঙ্গীর আলম বাদী হয়ে রাতে চোরাই পথে ভারতীয় থ্রীপিচ কর ফাকি দিয়ে বাংলাদেশে আনার অপরাধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ B (১)( B)ধারায় এ বিষয়ে একটি মামলা দায়ের করেছেন। আসামিকে রবিবার সকালে আদালতে প্রেরণ করা হবে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply