একমাত্র আমি যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে রক্ষা করতে পারব: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গণতন্ত্রের জন্য ‘সত্যিকারের হুমকি’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে রক্ষায় ২০২৪ সালের নির্বাচনে তাকে নির্বাচিত করার আহ্বানও জানিয়েছেন তিনি।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
বিশ্বের বিভিন্ন দেশের গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে তৎপর যুক্তরাষ্ট্র। ক্ষমতায় আসার পর থেকেই গণতন্ত্র সম্মেলন নামে একটি অনুষ্ঠান আয়োজন করে আসছেন প্রেসিডেন্ট জো বাইডেন। বিশ্বের বিভিন্ন দেশে গণতন্ত্র যেসব চ্যালেঞ্জের সম্মুখীন হয়, তা মোকাবিলায় কী কী পদক্ষেপ নেয়া প্রয়োজন তা নির্ধারণ করাই এই সম্মেলনের মূল উদ্দেশ্য।
আরও পড়ুন: ‘একদিনের স্বৈরশাসক’ হতে চেয়ে বাইডেনের তোপের মুখে ট্রাম্প
অপরদিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অনেক দেশের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপের অভিযোগ রয়েছে। কিন্তু যে যুক্তরাষ্ট্র অন্য দেশের গণতন্ত্র নিয়ে তৎপর, সেই মার্কিন গণতন্ত্রের জন্য হুমকি খোদ প্রসিডেন্ট জো বাইডেন। নিউইয়র্কে ইয়াং রিপাবলিকান ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে এমন মন্তব্য করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর ফক্স নিউজের।
ট্রাম্পের দাবি, তিনিই একমাত্র ব্যক্তি যিনি যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে রক্ষা করতে পারেন। একইসঙ্গে, আগামী নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বিতা করা নিয়ে ডেমোক্র্যাটরা মিথ্যা তথ্য ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন এই রিপাবলিকান নেতা।
তিনি বলেন,
আমি কোনো হুমকি না, আমি গণতন্ত্রকে রক্ষা করব। সত্যিকারের হুমকি হচ্ছে জো বাইডেন। তারা আমাকে নিয়ে মিথ্যা তথ্য ছড়াচ্ছে, যেগুলোতে তারা খুবই পারদর্শী।
চলতি সপ্তাহের শুরুর দিকে ট্রাম্প স্বৈরশাসক হতে চান বলে খবরের শিরোনাম হয়। এদিন সেই কথারও জবাব দিয়েছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট।
আরও পড়ুন: কেন ‘স্বৈরশাসক’ হওয়ার কথা বলেছিলেন, নিজেই জানালেন ট্রাম্প
বলেন, ‘আমি একদিনের জন্য স্বৈরশাসক হতে চাই, শুধুমাত্র একটি দেয়াল তৈরির জন্য।’ ট্রাম্পের সুরেই সুর মেলান তার সমর্থকরা। তাদের দাবি, ব্যালট পেপারে ট্রাম্পকে কেউ হারাতে পারবে না।
No comments: