বক্তব্য দিতে দিতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন অধ্যাপক
মঞ্চে বক্তব্য দেয়ার সময় হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মারা গেছেন ইন্ডিয়ান ইন্সটিটিউট অব টেকনোলজি (আইআইটি) কানপুর বিশ্ববিদ্যালয়ের সিনিয়র অধ্যাপক সামির খন্দকার (৫৩)। শুক্রবার (২২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় চত্বরের মঞ্চে সাবেক শিক্ষার্থীদের এক অনুষ্ঠানে ভাষণ দেয়ার সময় তিনি মারা যান।
গত পাঁচ বছর থেকে অধ্যাপক সামিরের কোলেস্টেরলের সমস্যা ছিল। ছবি: সংগৃহীত
রোববার (২৪ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, সিনিয়র অধ্যাপক সামির খন্দকার ছাত্র বিষয়ক ডিন এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ছিলেন। শুক্রবার (২২ ডিসেম্বর) তিনি বক্তব্য দেয়ার সময় হঠাৎ মঞ্চে পড়ে গেলে তাকে হাসপাতালে নেয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: জনপ্রিয় ইউটিউবার বিবেকের বিরুদ্ধে মামলা
আইআইটি কানপুরের সাবেক পরিচালক অভয় কারান্দিকর সামিরের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘শুক্রবার মঞ্চে বক্তব্য দেয়ার সময় বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেছিলেন তিনি। এ সময় তার মুখ ও শরীর প্রচুর ঘামতে শুরু করে। তবে কী ঘটছে তা কেউ বুঝতে পারার আগেই তিনি মঞ্চে পড়ে যান।’
তিনি আরও জানান, সামির একজন অসাধারণ শিক্ষক এবং গবেষক ছিলেন।
আরও পড়ুন: কুমিরের পেট থেকে বের হলো জীবন্ত মানুষ, ভিডিও ভাইরাল
অধ্যাপক সামিরের সহকর্মী জানান, গত পাঁচ বছর ধরে সামিরের কোলেস্টেরলের সমস্যা ছিল। এজন্য তার চিকিৎসা চলছিল।
সামিরের একমাত্র ছেলে প্রভা খন্দকার কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। তিনি দেশে ফেরার পর সামিরের শেষকৃত্য হবে। এখন তার মরদেহ আইআইটি কানপুরের স্বাস্থ্যকেন্দ্রে রাখা হয়েছে।
No comments: