সিরিজ জয়ের স্বপ্ন নিয়ে বুধবার মাঠে নামবে বাংলাদেশ
বাংলাদেশ ও নিউজিল্যান্ডের ম্যাচ। ছবি : এএফপি
ঘরের মাঠে সাদা পোশাকে সিরিজের প্রথম টেস্টটা কেটেছে দুর্দান্ত। সিলেটে প্রতিপক্ষ নিউজিল্যান্ডকে দাঁড়াতেই দেয়নি বাংলাদেশ। প্রথম টেস্ট জয়ে বাংলাদেশের সামনে এবার সিরিজ জয়ের হাতছানি। টেস্টে প্রথমবার নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের স্বপ্ন নিয়ে আগামীকাল বুধবার (৬ নভেম্বর) মাঠে নামবে বাংলাদেশ।
ক্রিকেটের দীর্ঘ ফরম্যাটে প্রায় ২৩ বছর পার করে ফেলেছে বাংলাদেশ। এই লম্বা সময়ে ক্রিকেটের এই অভিজাত সংস্করণে নানা চড়াই-উতরাই পেরিয়েছে বাংলাদেশ। এর মধ্যে ব্যর্থতার পাল্লা ভারি হলেও কিছু জয় বাংলাদেশকে দিয়েছে স্বস্তিও। যেমন—গত ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৫০ রানের বিশাল জয়। ১৩৯ টেস্ট খেলা বাংলাদেশের নিছক ১৯তম জয় এটি। তবে, যেভাবে এসেছে তা প্রশংসা পাওয়ার মতোই।
প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে বাংলাদেশ এক প্রকার উড়িয়ে দিয়েছে। স্বাগতিকদের স্পিন আক্রমণের কাছে বৃথা গেছে সফরকারীদের চেষ্টা। এক তাইজুল ইসলামের স্পিন সামলাতেই বেগ পেতে হয়েছে পূর্ণ শক্তির নিউজিল্যান্ডের।
সিলেটের লড়াই শেষে এবার মিরপুরের লড়াই। দ্বিতীয় ম্যাচটি কাল থেকে গড়াবে শেরেবাংলায়। এই ম্যাচে দুদলেরই বড় মাথাব্যথার কারণ উইকেট। ‘হোম অফ ক্রিকেট’ খ্যাত মিরপুর শেরেবাংলার উইকেট বরাবরই আনপ্রেডিক্টবল। তাই প্রতিপক্ষের পাশাপাশি স্বাগদিকদেরও ভাবতে হয় এই উইকেট নিয়ে।
যেমনটা বলছিলেন বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে। আজ মঙ্গলবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে কোচ বলেছেন, ‘মিরপুরে আসলে কয়েক সেশন খেলার আগে পিচ সম্পর্কে ধারণা পাওয়া যায় না। এখানে অনেক বেশি খেলা হয়। আমার মনে হয় না, মিরপুরের মতো বিশ্বে আর কোনো স্টেডিয়ামে এত খেলা হয়। আমরা অনুমান করতে পারছি না এখানে কী হতে যাচ্ছে। আমরা চেষ্টা করব, বেশি পরিবর্তন না নিয়েই মাঠে নামতে।’
বাংলাদেশের মতো নিউজিল্যান্ডও অপেক্ষায় আছে মিরপুরের পরীক্ষার জন্য। দেশটির অধিনায়ক টিম সাউদি তো অকপটে স্বীকার করে নিলেন মিরপুরে লড়াইটা হবে স্পিনারদের।
কিউই অধিনায়ক বলেছেন, ‘আপনি বিশ্বের এই অংশে খেলতে আসলে আপনাকে মাথায় রাখতে হবে, স্পিনাররা বড় ভূমিকা পালন করবে। আমরা প্রথম ম্যাচেও তা দেখেছি। দ্বিতীয় ম্যাচেও একই প্রত্যাশা করছি। যদিও আমরা দেখেছি, কাইল জেমিনসন প্রথম ম্যাচে বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিল। আশা করছি এই ম্যাচেও পারবে। তবে লড়াইটা স্পিনারদের ভেতরে হবে বলতে দ্বিধা নেই। এটা আমরা দ্বিতীয় টেস্টে প্রত্যাশা করছি।’
উইকেটে লড়াইটা যে স্পিনারদের হবে সেটা বলতে বাধা নেই। এই স্পিন লড়াইয়ের মাঝে ব্যাটাররা কীভাবে উইকেটে চ্যালেঞ্জ নেন সেটাই দেখার পালা। আপাতত অপেক্ষা লড়াই মাঠে গড়ানোর।
Tag: English News games
No comments: