Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » ভারতে এমপির বাড়িতে মিলল ১৭৬ ব্যাগ টাকা!




এমপির বাড়িতে মিলল ১৭৬ ব্যাগ টাকা!

র প্রভাবশালী এক রাজনীতিবিদের বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ উদ্ধার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। ভারতীয় কংগ্রেসের রাজ্যসভার সংসদ সদস্য ধীরাজ সাহুর বাড়ি থেকে ৩৫৩ কোটি রুপি উদ্ধার করা হয়েছে। ভারতীয় কংগ্রেসের রাজ্যসভার সংসদ সদস্য ধীরাজ সাহুর বাড়ি থেকে ৩৫৩ কোটি রুপি উদ্ধার করা হয়েছে। ছবি: সংগৃহীত রোববার (১০ ডিসেম্বর) রাতে রুপি গোনা শেষে ভারতীয় আয়কর দফতার থেকে রুপির এই পরিমাণের তথ্য সংবাদমাধ্যমকে নিশ্চিত করা হয়েছে। এনডিটিভি জানিয়েছে, মোট ১৭৬টি ব্যাগে এবং ৩টি ব্যাংক থেকে এই বিপুল পরিমাণ রুপি উদ্ধার হয়েছে। রুপি গুনতে আনা হয়েছিল ৪০টি মেশিন। ৯টি দল টানা পাঁচ দিন ধরে রুপি গোনার কাজ করেছে। এই দলে ২৪ কর্মকর্তাসহ ব্যাংক ও পুলিশ সদস্যরাও ছিলেন। আরও পড়ুন: দীপাবলি উৎসব /দিল্লিতে ১৫ দিনে ৫২৬ কোটি রুপির মদ বিক্রি! জানা গেছে, গত বুধবার (৬ ডিসেম্বর) কংগ্রেসের রাজ্যসভার এমপি ধীরাজ সাহুর ঝাড়খণ্ড ও ঊড়িষ্যার বাড়িতে হানা দেয় আয়কর দফতর। তল্লাশির প্রথম দিনেই আলমারি ও বাক্স থেকে বিপুল অর্থ উদ্ধার হয়। পরে টাকা গুনতে ব্যাংক থেকে আনা হয় মেশিন। এদিকে কংগ্রেস দাবি করেছে, দলের সঙ্গে ধীরাজ সাহুর ব্যবসার কোনো যোগসূত্র নেই। দলের পক্ষ থেকে প্রবীণ নেতা জয়রাম রমেশ এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, ধীরাজ সাহুর ব্যবসার সঙ্গে জাতীয় কংগ্রেসের কোনো সম্পর্ক নেই। একমাত্র সংশ্লিষ্ট এমপি ব্যাখ্যা দিতে পারবেন যে, কীভাবে এত টাকা উদ্ধার হলো তার বাড়ি থেকে। ভারতীয় আয়কর দফতর সূত্রের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ঊড়িষ্যার একটি মদ প্রস্তুতকারক সংস্থা ও তার সঙ্গে যুক্ত নানা দোকানে আয়বহির্ভূত সম্পত্তির সূত্র ধরেই এই অভিযান চালানো হয়। ঝাড়খণ্ডের বোকারো ও রাঁচিতে অভিযান চালানো হচ্ছে। এছাড়া ঊড়িষ্যার সম্বলপুর ও সুন্দরগড়েও তল্লাশি চলছে। ঝাড়খণ্ডের এমপি ধীরাজ সাহু এই দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত বলে অভিযোগ রয়েছে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply