গাজা ইস্যুতে নজিরবিহীন পদক্ষেপ নিলেন জাতিসংঘ মহাসচিব
গাজা ইস্যুতে জাতিসংঘের ইতিহাসে এক নজিরবিহীন পদক্ষেপ নিয়েছেন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস। অবরুদ্ধ গাজা উপত্যকায় ৯৯ ধারা জারি করার আহ্বান জানিয়েছেন তিনি। এই ধারা সংকট সমাধানের সবচেয়ে শক্তিশালী কূটনৈতিক হাতিয়ার হিসেবে বিবেচিত।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে একটি চিঠি পাঠিয়ে জাতিসংঘ সনদের ৯৯ অনুচ্ছেদ জারির আহ্বান জানিয়েছেন আন্তোনিও গুতেরেস। ছবি: সংগৃহীত
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে একটি চিঠি পাঠিয়ে জাতিসংঘ সনদের ৯৯ অনুচ্ছেদ জারির আহ্বান জানিয়েছেন আন্তোনিও গুতেরেস। এই ধারায় বলা আছে, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হতে পারে এমন বিষয়ে যেকোনো পদক্ষেপ নিতে পারেন জাতিসংঘ মহাসচিব।
আরও পড়ুন: গাজায় আল জাজিরার সাংবাদিক হারালেন পরিবারের ২২ সদস্য
চিঠিতে আরও বলা হয়েছে, একটি মানবিক বিপর্যয় এড়াতে নিরাপত্তা পরিষদকে চাপ দেয়ার আহ্বান জানিয়েছেন গুতেরেস। সেই সঙ্গে গাজায় মানবিক যুদ্ধবিরতি ঘোষণা করার আহ্বানও জানিয়েছেন তিনি।
২০১৭ সালের ১ জানুয়ারি জাতিসংঘের মহাসচিবের দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো এই ধারাটি আহ্বান করেছেন গুতেরেস।
আরও পড়ুন: নিশ্চুপ বিশ্ব, কেমন আছে গাজার বাসিন্দারা
এদিকে হামাস-ইসরাইল যুদ্ধ দুই মাসে গড়িয়েছে। গত ৭ অক্টোবর ইসরাইলের দক্ষিণাঞ্চলে আচমকা আক্রমণ চালায় ফিলিস্তিনের সশস্ত্রগোষ্ঠী হামাস। ওই হামলায় ১ হাজার ২ শর বেশি ইসরাইলি নিহত হন। এছাড়া হামাস ২ শতাধিক ব্যক্তিকে জিম্মি করে।
এ ঘটনার পর গাজা উপত্যকায় উপর্যুপরি হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। সবশেষ তথ্যানুযায়ী, ইসরাইলের হামলায় গাজায় নিহতের সংখ্যা ১৬ হাজার ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়।
Tag: English News lid news others world
No comments: