মোমবাতি কারখানায় ভয়াবহ আগুন, ৬ জনের মৃত্যু
ভারতের পুনের একটি মোমবাতি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ছয় জনের মৃত্যু হয়েছে। আরও অন্তত আট জন আহত হয়েছে। স্থানীয় কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। খবর এনডিটিভির।
পুনে জেলার পিম্প্রি চিনচৌদ এলাকায় একটি মোমবাতি কারখানায় ভয়াবহ আগুন লাগে। ছবি: সংগৃহীত
শুক্রবার (৮ ডিসেম্বর) পুনে জেলার পিম্প্রি চিনচৌড় এলাকায় দুপুর পৌনে ৩টার দিকে অগ্নিকাণ্ড ঘটে। পিম্প্রি চিনচৌড় পৌরসভার কমিশনার শেখর সিং বলেন, ‘আজ দুপুর পৌনে ৩টার দিকে দমকলবাহিনী তালাওয়াদের মোমবাতি কারখানার আগুনের খবর পান।
অগ্নিকাণ্ডে ছয় জনের মৃত্যু হয়েছে আর আহত হয়েছেন অন্তত আট জন বলেও জানান কমিশনার শেখর সিং। তিনি বলেন, আহতদের পুনে ও পিম্প্রি চিনচৌদ পৌরসভার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: হায়দরাবাদ /বহুতল ভবনে ভয়াবহ আগুন, ৯ জনের মৃত্যু
এই জনপ্রতিনিধি আরও জানান, আগুন পুরোপুরি নেভানো হয়েছে। তবে কোথা থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো জানা যায়নি। কারখানাটিতে জন্মদিন পালনে যেসব মোমবাতি ব্যবহার করা হয় সেসব মোমবাতি তৈরি করা হতো বলেও জানান তিনি।
Tag: English News Featured others world
No comments: