Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » কাওলিন দখল করল মিয়ানমারের বিদ্রোহীরা




টানা কয়েকদিন জান্তা সরকারের সেনা সদস্যদের সঙ্গে সংঘর্ষের পর মিয়ানমারের কাওলিন শহরের দখল নিয়েছে জান্তাবিরোধী বিদ্রোহীরা। মিয়ানমারের মধ্যাঞ্চলীয় প্রদেশ সাগাইংয়ে অবস্থিত কাওলিন কৌশলগত দিক থেকে বেশ গুরুত্বপূর্ণ একটি শহর। ছবি: সংগৃহীত সোমবার (৭ নভেম্বর) কাওলিনের নিয়ন্ত্রণ বিদ্রোহীদের হাতে ছেড়ে দিয়ে সেনাবাহিনী পিছু হটেছে বলে বার্তাসংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছে দেশটির জান্তাবিরোধী রাজনৈতিক দল ও গোষ্ঠীগুলোর জোট ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট (এনইউজি)। রয়টার্স জানিয়েছে, মিয়ানমারের মধ্যাঞ্চলীয় প্রদেশ সাগাইংয়ে অবস্থিত কাওলিন কৌশলগত দিক থেকে বেশ গুরুত্বপূর্ণ একটি শহর। কারণ কাওলিন জেলার সামরিক প্রশাসনিক কার্যালয়ের সদর দফতরের অবস্থান এই শহরেই। প্রায় ২৫ হাজার মানুষ বসবাস করেন কাওলিনে। আরও পড়ুন: যাচাই-বাছাই শেষে ফিরে গেল মিয়ানমারের প্রতিনিধি দল এনইউজি এটিকে একটি গুরুত্বপূর্ণ জয় হিসেবে স্বাগত জানিয়েছে। এনইউজির প্রধানমন্ত্রী মাহন উইন খাইং থান সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) বলেছেন, ‘জেলা পর্যায়ের একটি শহর এখন আমাদের নিয়ন্ত্রণে। কী অসাধারণ বিজয়! এ বিষয়ে মন্তব্য জানতে মিয়ানমারের জান্তা সরকারের এক মুখপাত্রকে ফোন করেছিল রয়টার্স, কিন্তু তিনি সাড়া দেননি। আরও পড়ুন: মিয়ানমারে শরণার্থী শিবিরে সামরিক হামলায় নিহত ২৯ স্থানীয় গণমাধ্যম মিয়ানমার নাউ বিদ্রোহীদের উদ্ধৃত করে জানিয়েছে, তীব্র লড়াইয়ের পর জান্তা সেনাদের ছোট একটি দলকে ঘিরে ফেলার পর শহরটির পতন হয়। প্রতিরোধ বাহিনীর সেনারা কাওলিনের পুলিশ স্টেশন, জেলা প্রশাসনের দফতর, ব্যাংক ও অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নিয়েছে বলে এনইউজি জানিয়েছে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply