Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » » ওমরাহ পালনে এসে বায়তুল্লাহর চত্বরে সন্তানের জন্মদান




সৌদি আরবের মসজিদুল হারামে পবিত্র ওমরাহ পালন করতে এসে সন্তানের জন্ম দিয়েছেন সুদানি এক মা। সৌদি রেড ক্রিসেন্ট সোমবার জরুরি কল পেয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে বায়তুল্লাহতেই নিরাপদে শিশুর জন্মদানে সহায়তা করে। সোমবার (৩০ আক্টোবর) স্থানীয় সময় দুপুরে বায়তুল্লাহর চত্বরে এ ঘটনা ঘটে। জানা যায়, সুদানি এ নারী কয়েকদিন আগে সৌদি আরবের মক্কায় ওমরাহ পালন করতে এসেছেন। আরও পড়ুন: এই ৩ আমল করলেই বিয়ে হবে সহজে ইনসাইড দ্যা হারামাইন জানায়, সৌদি রেড ক্রিসেন্ট সোমবার জরুরি কল পেয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে বায়তুল্লাহতেই নিরাপদে শিশুর জন্মদানে সহায়তা করে। মা ও সন্তান সুস্থ আছে বলে জানিয়েছে রেড ক্রিসেন্ট। ২০২৩ সালে এমন ঘটনা এ প্রথম ঘটেছে বলেও জানিয়েছে সংবাদ মাধ্যম ইনসাইড দ্যা হারামাইন। মক্কার রেড ক্রিসেন্ট শাখার পরিচালক ড. মোস্তফা বালজাউন এ ঘটনার কথা উল্লেখ করে বলেন, সোমবার হঠাৎ ১২.০৫ মিনিটে কমান্ড ও কন্ট্রোল রুমে একটি কল আসে। কলে বলা হয় ওমরাহ পালনে আসা সুদান থেকে আগত এক গর্ভবতি নারীর প্রসব ব্যথা ওঠেছে। আত-তাওহিদ হোটেলের পাশে বায়তুল্লাহর পশ্চিম আঙিনায় এ ঘটনা ঘটে। কল পেয়ে দ্রুত মেডিকেল টিম এসে নারীকে হাসপাতালে নেয়ার সুযোগ পায়নি। অস্থায়ী ক্যাম্প তৈরি করে সেখানেই সন্তানের জন্ম দেন এ সুদানি নারী। আরও পড়ুন: জাতীয় ইমাম সম্মেলনে যা বললেন মসজিদে নববীর ইমাম ড. মোস্তফা আরো জানান, এ গর্ভবতি মায়ের অবস্থা সঙ্কটজনক ছিল। শিশুটির মাথা ইতিমধ্যেই বের হয়েছিলো। সৌভাগ্যবশত ডাক্তারগণ অ্যাম্বুলেন্সসহ জরুরি প্রোটোকল অনুসরণ করে। সফলভাবে মাকে শিশুর জন্ম দিতে সহায়তা করে। মা ও নবজাতক উভয়কেই আজিয়াদ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারা সুস্থ আছেন বলেও জানান তিনি। ডা. বালজাউন এমন পরিস্থিতিতে ওমরাহ ও হজযাত্রীদের জরুরি কল করতে ৯৯৭ নম্বর মনে রাখার পরামর্শ দেন। যে কোনো ধরণের জরুরি অবস্থায় এ নম্বরে কল করে জরুরি সহায়তা নেয়ার কথা বলেন। এছাড়াও জরুরি সহায়তা পেতে ‘Asefni (أسعفني)’ অ্যাপ্লিকেশন, অথবা ‘Tawakkaln’ অ্যাপের মাধ্যমেও সহায়তার জন্য আবেদন করতে পারবেন বলেও জানান তিনি।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply