গাজায় আল-আজহার বিশ্ববিদ্যালয় মাটির সঙ্গে মিশিয়ে দিলো ইসরাইল
ইসরাইলের বোমা হামলায় মাটির সঙ্গে মিশে গেছে গাজার আল আজহার বিশ্ববিদ্যালয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয়টিতে বোমা হামলার বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে এতে কোনও হতাহতের খবর এখনো পাওয়া যায়নি।
গাজায় আল আজহার বিশ্ববিদ্যালয়ে বোমা হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। ছবি: টু্ইটার থেকে
শনিবার (৪ নভেম্বর) জর্ডান নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।
লন্ডনে অবস্থানরত ফিলিস্তিনি সাংবাদিক আহমেদ আলনাওক তার এক্স (সাবেক টু্ইটার) অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওটিতে বোমা হামলায় একটি ভবন থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে। তিনি ক্যাপশনে লিখেছেন, ‘ গাজার আল আজহার বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি; যেখানে আমি ইংরেজি সাহিত্যে প্রথম ডিগ্রি অর্জন করেছি।’
আরও পড়ুন: ইসরাইলি হামলা /গাজায় ৪৭ মসজিদ ও ৭ গির্জা ধ্বংস
এছাড়াও আরেক ফিলিস্তিনি সাংবাদিক মোহাম্মদ স্মেরি এক্স অ্যাকাউন্টে ধোঁয়ায় আচ্ছন্ন একটি ভবনের ছবি পোস্ট করেছেন। আর ক্যাপশনে লিখেছেন, ‘গাজায় আর কোনও বিশ্ববিদ্যালয় থাকলো না।’
গত ৭ অক্টোবর থেকে গাজায় অবিরাম বোমা হামলা চালাচ্ছে ইসরাইলের সেনাবাহিনী। এই হামলায় এখন পর্যন্ত হাজার হাজার স্থাপনা ধ্বংস হয়ে গেছে। এক বিবৃতিতে হামাস পরিচালিত গাজার মিডিয়া অফিসের পরিচালক সালামা মারুফ বলেছেন, ‘গত ৭ অক্টোবর থেকে ইসরাইলের হামলায় গাজার ৩২ হাজারেরও বেশি বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। এছাড়াও অন্তত ২০০টি স্কুল পুরোপুরি ধ্বংস করে দিয়েছে ইসরাইলি বাহিনী।’
আরও পড়ুন: গাজায় ইসরাইলি হামলায় ৩১ মসজিদ ধ্বংস
এদিকে, ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার পর্যন্ত ইসরাইলি হামলায় ফিলিস্তিনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৪৮৮ জনে। এছাড়া ইসরাইলি হামলায় আহত হয়েছে অন্তত ২৬ হাজার ২০০ জন। আহতদের মধ্যে ২৪ হাজার জন গাজার অধিবাসী, বাকিরা পশ্চিম তীরের।
Tag: English News Featured world
No comments: