১৭ জিম্মির বিনিময়ে ৩৯ ফিলিস্তিনিকে মুক্তি দিলো ইসরাইল
যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী তৃতীয় দফায় কারাগার থেকে আরও ৩৯ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরাইল। ইসরাইলি কারাগার কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন।
ইসরাইলি কারাগার থেকে মুক্তি পাওয়ার পর ফিলিস্তিনি বাবা-ছেলের আবেগঘন মুহুর্ত। ছবি: সংগৃহীত
এর আগে রোববার (২৬ নভেম্বর) তৃতীয় দফায় ১৩ ইসরাইলি ও ৪ বিদেশি নাগরিককে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। খবর আল জাজিরার।
ইসরাইলি কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে, `হামাস ১৩ জন ইসরাইলি ও চারজন বিদেশি নাগরিককে রেড ক্রসের কাছে হস্তান্তর করার পর ৩৯ জন ফিলিস্তিনিকে মুক্ত করে দেয়া হয়েছে। ’
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরাইলি কারাগার থেকে ফিলিস্তিনিদের মুক্তি উপলক্ষ্যে রোববার রাতে অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় বিশাল সংখ্যক জনতা রাস্তায় নেমে আসেন। সেখানে তারা মুক্তি পাওয়া বন্দিদের বহনকারী রেড ক্রসের বাসের জন্য অপেক্ষা করছিলেন। এসময় কেউ কেউ ফিলিস্তিনের প্রধান দুটি রাজনৈতিক দল হামাস ও ফাতাহ’র পতাকার পাশাপাশি ফিলিস্তিনি পতাকাও ওড়ান।
আরও পড়ুন: তৃতীয় দফায় ১৭ জিম্মিকে মুক্তি দিলো হামাস
শুক্রবার (২৪ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া যুদ্ধবিরতির মধ্যে এ পর্যন্ত তৃতীয় দফায় বন্দি বিনিময় হয়েছে। আল জাজিরার এক প্রতিবেদন মতে, শুক্রবার যুদ্ধবিরতির প্রথম দিনে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস ১৩ জন ইসরাইলি শিশু ও বৃদ্ধকে মুক্তি দেয়। অপরদিকে নারী-শিশুসহ ৩৯ জন ফিলিস্তিনিকে মুক্তি দেয় ইসরাইল।
এরই ধারাবাহিকতায় শনিবার (২৫ নভেম্বর) যুদ্ধবিরতির দ্বিতীয় দিন হামাস নারী-শিশুসহ ১৩ জন ইসরাইলিকে মুক্তি দেয়। যার মধ্যে ছয়জন নারী ও সাতজন শিশুকে। বিপরীতে নারী ও শিশুসহ ৩৯ ফিলিস্তিনিকে মুক্তি দেয় ইসরাইল। যার মধ্যে ছয় জন নারী ও ৩৩ জন শিশু।
আরও পড়ুন: ইসরাইল-হামাস যুদ্ধবিরতিতে এ পর্যন্ত কতজন বন্দি ছাড়া পেল?
এরপর যুদ্ধবিরতির তৃতীয় দিন রোববার ( ২৬ নভেম্বর) তৃতীয় দফায় ১৩ ইসরাইলি ও ৪ বিদেশি নাগরিককে মুক্তি দেয় হামাস। আর তার বিনিময়েই আরও ৩৯ ফিলিস্তিনিকে মুক্তি দিলো ইসরাইল।
Tag: English News others world
No comments: