Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » প্রতিবন্ধীদেরও ছাড়ছে না ইসরাইলি বাহিনী




অবরুদ্ধ গাজা উপত্যকার পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরেও আগ্রাসন চালাচ্ছে ইসরাইলি বাহিনীর সদস্যরা। তাদের বর্বরতা এমন পর্যায়ে পৌঁছেছে যে, শুধু নারী-শিশু নয়; রেহাই পাচ্ছেন না প্রতিবন্ধী ব্যক্তিরাও। গাজা উপত্যকার পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরেও আগ্রাসন চালাচ্ছে ইসরাইলি বাহিনী। ছবি: সংগৃহীত ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার বরাত দিয়ে বুধবার (১ নভেম্বর) সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, মঙ্গলবার (৩১ অক্টোবর) রাতে পশ্চিম তীরের তুলকারেম শহরে মাগদি জাকারিয়া ইউসুফ আওয়াদ নামে ৬৫ বছরের একজন প্রতিবন্ধী ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি সেনারা। প্রতিবেদনে বলা হয়, তুলকারেম শরণার্থী শিবিরে আশ্রয় নেয়া বাসিন্দাদের সঙ্গে ইসরাইলি সেনাদের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হন ইউসুফ আওলাদ। আরও পড়ুন: হামাসের সঙ্গে সংঘাতে ৩২০ ইসরাইলি সেনা নিহত ওয়াফা জানিয়েছে, নিহত ব্যক্তি শারীরিক প্রতিবন্ধী ছিলেন। গুলিবিদ্ধ হওয়ার পর তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসকেরা ইউসুফকে মৃত ঘোষণা করেন। এ নিয়ে বুধবার পর্যন্ত আগের ২৪ ঘণ্টারও কম সময়ে পশ্চিম তীরে দুই বেসামরিককে হত্যা করল ইসরাইলি বাহিনী। এর আগে মঙ্গলবার রাতে পশ্চিম তীরের হেবরনের কাছে ১৬ বছরের এক কিশোর ইসরাইলি সেনাদের গুলিতে নিহত হয়। আরও পড়ুন: ইসরাইলের বর্বরতা /একসঙ্গে ১৯ স্বজনের মৃত্যু দেখলেন আল জাজিরার প্রকৌশলী গাজায় হামাস-ইসরাইল সংঘাত শুরুর পর এ পর্যন্ত পশ্চিম তীরে ১২০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া গত ৭ অক্টোবরের পর থেকে গাজায় প্রাণ হারিয়েছেন ৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি। এদের মধ্যে ৩ হাজারের বেশি শিশু ও ২ হাজারের বেশি নারী রয়েছেন। আহতের সংখ্যা ছাড়িয়েছে ২০ হাজার।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply